Ajker Patrika

প্রেমের কারণে বোনকে হত্যা, কাটা মাথা নিয়ে থানায় হাজির ভাই 

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৭: ১৪
প্রেমের কারণে বোনকে হত্যা, কাটা মাথা নিয়ে থানায় হাজির ভাই 

ভারতের উত্তর প্রদেশে বোনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় তাঁকে হত্যা করে ভাই। এরপর বোনের কাটা মুণ্ডু নিয়ে হাজির হন থানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের বারাবাঁকি জেলার ফতেহপুরের মিতওয়ারা গ্রামে। পুলিশ এ ঘটনায় ভাই রিয়াজকে (২২) গ্রেপ্তার করেছে। রিয়াজ নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণের পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বোন আশফিয়ার (১৮) প্রেমের সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটি হয় ভাই রিয়াজের সঙ্গে। একপর্যায়ে কথা-কাটাকাটির রূপ নেয় সহিংসতায়। পরে রিয়াজ তাঁর বোন আশফিয়ার দেহ থেকে মুণ্ডু বিচ্ছিন্ন করে ফেলেন। 
 
স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্রা জানান, রিয়াজ একটি ধারালো অস্ত্রের সাহায্যে তাঁর বোনের মুণ্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে সেই মুণ্ডু নিজ হাতে করে পুলিশ স্টেশনে আসেন রিয়াজ। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

পুলিশ সুপার আশুতোষ মিশ্রা আরও জানান, আশফিয়া কিছুদিন আগে চাঁদ বাবু নামে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় আশফিয়ার পরিবার চাঁদ বাবুর বিরুদ্ধে মামলা করেন। তাঁরা দুজন একই গ্রামের বাসিন্দা। ঘটনা কয়েক দিন পর পুলিশ আশফিয়া ও তাঁর প্রেমিককে উদ্ধার করে এবং চাঁদ মিয়াকে জেলে প্রেরণ করে। 
 
স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজ শুরু থেকেই আশফিয়ার প্রেমের সম্পর্কের বিষয়টির বিরোধিতা করে আসছিলেন। বিষয়টি নিয়ে দুই ভাইবোন প্রায়ই ঝগড়া করে আসছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত