অনলাইন ডেস্ক
ভারতীয় সশস্ত্রবাহিনীতে নিয়োগে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় ৪ দিনে প্রায় ৯৫ জনের আবেদন পেয়েছে দেশটির বিমানবাহিনী। এখন পর্যন্ত ৯৪ হাজার ২৮১ জন আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ১৪ জুন ‘অগ্নিপথ’ পরিকল্পনা প্রকাশ করার পর ভারতজুড়ে প্রতিবাদ–বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েকটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় ৫ শতাধিক জনকে। এই পরিকল্পনার প্রতিবাদে সাধারণ জনগণের সঙ্গে যোগ দেয় বিরোধী দলগুলোও।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু এক টুইটে জানিয়েছেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সব মিলিয়ে ৯৪ হাজার ২৮১ জন অগ্নিবীর হতে আবেদন করেছেন।’ এর আগে, গত রোববার নাগাদ এই সংখ্যা ছিল ৫৬ হাজার ৯৬০ জন।
‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রথম দফায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগ দেওয়া হবে। তাঁরা পরিচিত হবেন ‘অগ্নিবীর’ নামে এবং তাঁদের নিয়োগ দেওয়া হবে ৪ বছর মেয়াদে। সেসময় জানানো হয়েছিল—আগামী ৯০ দিনের মধ্যেই এই ৪৫ হাজার সৈনিক নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। এরপর প্রশিক্ষণের মাধ্যমে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যেই এই বাহিনী মাঠে নামার উপযোগী হয়ে উঠবে।
চার বছর মেয়াদ শেষে চূড়ান্তভাবে যোগ্য ২৫ শতাংশকে মূল বাহিনীতে রেখে দেওয়া হবে। তাঁরা মূল বাহিনীতে ১৫ বছর কর্মজীবন পাবেন। এবং বাকিদের এককালীন ১১ থেকে ১২ লাখ রুপি দিয়ে চাকরিচ্যুত করা হবে। এই চার বছর মেয়াদে ‘অগ্নিপথ’-এ থাকাকালীন প্রত্যেক সৈনিক পাবেন ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
তবে প্রতিবাদের মুখে পরে সরকার এই পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনে।
ভারতীয় সশস্ত্রবাহিনীতে নিয়োগে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় ৪ দিনে প্রায় ৯৫ জনের আবেদন পেয়েছে দেশটির বিমানবাহিনী। এখন পর্যন্ত ৯৪ হাজার ২৮১ জন আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত ১৪ জুন ‘অগ্নিপথ’ পরিকল্পনা প্রকাশ করার পর ভারতজুড়ে প্রতিবাদ–বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েকটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় ৫ শতাধিক জনকে। এই পরিকল্পনার প্রতিবাদে সাধারণ জনগণের সঙ্গে যোগ দেয় বিরোধী দলগুলোও।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু এক টুইটে জানিয়েছেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সব মিলিয়ে ৯৪ হাজার ২৮১ জন অগ্নিবীর হতে আবেদন করেছেন।’ এর আগে, গত রোববার নাগাদ এই সংখ্যা ছিল ৫৬ হাজার ৯৬০ জন।
‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রথম দফায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগ দেওয়া হবে। তাঁরা পরিচিত হবেন ‘অগ্নিবীর’ নামে এবং তাঁদের নিয়োগ দেওয়া হবে ৪ বছর মেয়াদে। সেসময় জানানো হয়েছিল—আগামী ৯০ দিনের মধ্যেই এই ৪৫ হাজার সৈনিক নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। এরপর প্রশিক্ষণের মাধ্যমে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যেই এই বাহিনী মাঠে নামার উপযোগী হয়ে উঠবে।
চার বছর মেয়াদ শেষে চূড়ান্তভাবে যোগ্য ২৫ শতাংশকে মূল বাহিনীতে রেখে দেওয়া হবে। তাঁরা মূল বাহিনীতে ১৫ বছর কর্মজীবন পাবেন। এবং বাকিদের এককালীন ১১ থেকে ১২ লাখ রুপি দিয়ে চাকরিচ্যুত করা হবে। এই চার বছর মেয়াদে ‘অগ্নিপথ’-এ থাকাকালীন প্রত্যেক সৈনিক পাবেন ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
তবে প্রতিবাদের মুখে পরে সরকার এই পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ২০২৪-এ বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা করে আবেদনের রেকর্ড হয়েছে। যদিও তাঁদের সিংহভাগ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ওয়েবসাইটে
৬ ঘণ্টা আগেআফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
৯ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
১০ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
১০ ঘণ্টা আগে