Ajker Patrika

৪ দিনে ‘অগ্নিবীর’ পদে আবেদন পড়েছে ৯৫ হাজার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ জুন ২০২২, ২২: ০৫
৪ দিনে ‘অগ্নিবীর’ পদে আবেদন পড়েছে ৯৫ হাজার

ভারতীয় সশস্ত্রবাহিনীতে নিয়োগে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় ৪ দিনে প্রায় ৯৫ জনের আবেদন পেয়েছে দেশটির বিমানবাহিনী। এখন পর্যন্ত ৯৪ হাজার ২৮১ জন আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

গত ১৪ জুন ‘অগ্নিপথ’ পরিকল্পনা প্রকাশ করার পর ভারতজুড়ে প্রতিবাদ–বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েকটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় ৫ শতাধিক জনকে। এই পরিকল্পনার প্রতিবাদে সাধারণ জনগণের সঙ্গে যোগ দেয় বিরোধী দলগুলোও। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু এক টুইটে জানিয়েছেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সব মিলিয়ে ৯৪ হাজার ২৮১ জন অগ্নিবীর হতে আবেদন করেছেন।’ এর আগে, গত রোববার নাগাদ এই সংখ্যা ছিল ৫৬ হাজার ৯৬০ জন। 

 ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রথম দফায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগ দেওয়া হবে। তাঁরা পরিচিত হবেন ‘অগ্নিবীর’ নামে এবং তাঁদের নিয়োগ দেওয়া হবে ৪ বছর মেয়াদে। সেসময় জানানো হয়েছিল—আগামী ৯০ দিনের মধ্যেই এই ৪৫ হাজার সৈনিক নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। এরপর প্রশিক্ষণের মাধ্যমে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যেই এই বাহিনী মাঠে নামার উপযোগী হয়ে উঠবে। 

চার বছর মেয়াদ শেষে চূড়ান্তভাবে যোগ্য ২৫ শতাংশকে মূল বাহিনীতে রেখে দেওয়া হবে। তাঁরা মূল বাহিনীতে ১৫ বছর কর্মজীবন পাবেন। এবং বাকিদের এককালীন ১১ থেকে ১২ লাখ রুপি দিয়ে চাকরিচ্যুত করা হবে। এই চার বছর মেয়াদে ‘অগ্নিপথ’-এ থাকাকালীন প্রত্যেক সৈনিক পাবেন ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা। 

তবে প্রতিবাদের মুখে পরে সরকার এই পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত