অনলাইন ডেস্ক
ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ মারা গেছেন। আগামী ২৩ মে তিনি ১০০ বছরে পা রাখতেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইয়ার জানিয়েছে, আজ শনিবার ভোরে অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে জীবনাবসান হয়েছে এই ইতিহাসবিদের।
রণজিৎ গুহ উত্তর-ঔপনিবেশিক এবং সাব-অল্টার্ন ইতিহাসের পথিকৃৎ গবেষক হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর শিক্ষার্থী ছিলেন দীপেশ চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, গায়ত্রী স্পিভাক চক্রবর্তীর মতো বিখ্যাত পণ্ডিতেরা।
ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহের প্রাথমিক দিক নিয়ে করা তাঁর গবেষণাকর্মটি সবচেয়ে আলোচিত বলে বিবেচনা করেন গবেষকেরা। তিনি ইতিহাস লেখার ধরন ও পদ্ধতি পরিবর্তন করেছিলেন।
রণজিৎ গুহের জন্ম বাংলাদেশের ঝালকাঠির সিদ্ধকাটি গ্রামে ১৯২৩ সালের ২৩ মে। দেশভাগের সময় তাঁরা সপরিবারে কলকাতায় চলে যান। এরপর ১৯৫৯ সালে তিনি কলকাতা ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে ইউনিভার্সিটি অব সাসেক্সে অধ্যাপনা শুরু করেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেছেন।
রণজিৎ গুহ অস্ট্রিয়ার ভিয়েনা উডসে তাঁর স্ত্রী মেকঠিল্ড গুহর সঙ্গে বাস করতেন।
প্রবীণ এই ইতিহাসবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক শোকবার্তায় লিখেছেন, ‘প্রবাদপ্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহর মৃত্যুতে আমি আমার গভীরতম শোক প্রকাশ করছি। অস্ট্রিয়ায় তাঁর বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। রণজিৎ গুহ ভারতের কৃষক আন্দোলন নিয়ে সুদূরপ্রসারী কাজ করেছেন। তিনি নিম্নবর্গীয় ইতিহাসচর্চার ধারা গড়ে তোলেন এবং বেশ কিছু সমমনোভাবাপন্ন তরুণ ঐতিহাসিককে নিয়ে একটি শক্তিশালী ঐতিহাসিক গোষ্ঠী গড়ে তোলেন। এই নিম্নবর্গীয় ইতিহাসচর্চার প্রভাব পড়ে সারা পৃথিবীতে। ঐতিহাসিক গুহ পৃথিবীর নানা জায়গায় পড়িয়েছেন, নানা জায়গায় তাঁর ছাত্র ও অনুরাগীরা আছে। ঐতিহাসিক গুহর প্রয়াণে জ্ঞানচর্চার পৃথিবীতে অপূরণীয় ক্ষতি হলো। আমি রণজিৎ গুহর স্ত্রী মেকঠিল্ড গুহসহ তাঁর সব আত্মীয়-পরিজন, ছাত্রছাত্রী ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ মারা গেছেন। আগামী ২৩ মে তিনি ১০০ বছরে পা রাখতেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইয়ার জানিয়েছে, আজ শনিবার ভোরে অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে জীবনাবসান হয়েছে এই ইতিহাসবিদের।
রণজিৎ গুহ উত্তর-ঔপনিবেশিক এবং সাব-অল্টার্ন ইতিহাসের পথিকৃৎ গবেষক হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর শিক্ষার্থী ছিলেন দীপেশ চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, গায়ত্রী স্পিভাক চক্রবর্তীর মতো বিখ্যাত পণ্ডিতেরা।
ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহের প্রাথমিক দিক নিয়ে করা তাঁর গবেষণাকর্মটি সবচেয়ে আলোচিত বলে বিবেচনা করেন গবেষকেরা। তিনি ইতিহাস লেখার ধরন ও পদ্ধতি পরিবর্তন করেছিলেন।
রণজিৎ গুহের জন্ম বাংলাদেশের ঝালকাঠির সিদ্ধকাটি গ্রামে ১৯২৩ সালের ২৩ মে। দেশভাগের সময় তাঁরা সপরিবারে কলকাতায় চলে যান। এরপর ১৯৫৯ সালে তিনি কলকাতা ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে ইউনিভার্সিটি অব সাসেক্সে অধ্যাপনা শুরু করেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেছেন।
রণজিৎ গুহ অস্ট্রিয়ার ভিয়েনা উডসে তাঁর স্ত্রী মেকঠিল্ড গুহর সঙ্গে বাস করতেন।
প্রবীণ এই ইতিহাসবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক শোকবার্তায় লিখেছেন, ‘প্রবাদপ্রতিম ঐতিহাসিক রণজিৎ গুহর মৃত্যুতে আমি আমার গভীরতম শোক প্রকাশ করছি। অস্ট্রিয়ায় তাঁর বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। রণজিৎ গুহ ভারতের কৃষক আন্দোলন নিয়ে সুদূরপ্রসারী কাজ করেছেন। তিনি নিম্নবর্গীয় ইতিহাসচর্চার ধারা গড়ে তোলেন এবং বেশ কিছু সমমনোভাবাপন্ন তরুণ ঐতিহাসিককে নিয়ে একটি শক্তিশালী ঐতিহাসিক গোষ্ঠী গড়ে তোলেন। এই নিম্নবর্গীয় ইতিহাসচর্চার প্রভাব পড়ে সারা পৃথিবীতে। ঐতিহাসিক গুহ পৃথিবীর নানা জায়গায় পড়িয়েছেন, নানা জায়গায় তাঁর ছাত্র ও অনুরাগীরা আছে। ঐতিহাসিক গুহর প্রয়াণে জ্ঞানচর্চার পৃথিবীতে অপূরণীয় ক্ষতি হলো। আমি রণজিৎ গুহর স্ত্রী মেকঠিল্ড গুহসহ তাঁর সব আত্মীয়-পরিজন, ছাত্রছাত্রী ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৯ মিনিট আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২১ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২৯ মিনিট আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
১ ঘণ্টা আগে