Ajker Patrika

সংসদের অচলাবস্থা কাটাতে সর্বদলীয় বৈঠকের দাবি কংগ্রেসের

কলকাতা প্রতিনিধি
সংসদের অচলাবস্থা কাটাতে সর্বদলীয় বৈঠকের দাবি কংগ্রেসের

ভারতের জাতীয় সংসদের অচলাবস্থা কাটাতে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি তুলল কংগ্রেস। এ দিন সকালে লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, নির্বিঘ্নে বাদল অধিবেশনের কাজ চালানোর জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সর্বদলীয় বৈঠক ডাকা উচিত।

কংগ্রেসের আরেক নেতা মণীষ তিওয়ারি জাতীয় সংসদের দুই কক্ষেই হট্টগোলের জন্য বিজেপিকেই দায়ী করেন। তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের একগুঁয়ে মনোভাবের জন্য বাদল অধিবেশন বিঘ্নিত হচ্ছে। তাঁর দাবি, কংগ্রেস চায় অধিবেশন সুষ্ঠুভাবে চলুক। সেই সঙ্গে তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি তোলেন। কিন্তু বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, খবরের শিরোনাম হওয়ার জন্য সংসদকে অচল করে রেখেছে কংগ্রেস। 

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর মতে, সরকার সকল বিষয়ে আলোচনায় প্রস্তুত। কিন্তু বিরোধীরা হই হট্টগোল করে সংসদের মূল্যবান সময় নষ্ট করছেন। 

উল্লেখ্য, গত সোমবার শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। কিন্তু প্রথম দিন থেকেই কংগ্রেসসহ বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতবি হয় সভার কাজ। 

এদিকে, বিজেপি মুখপাত্র প্রেম শুক্লা টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডাকে চিঠি লিখে এর জন্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। তাঁর মতে, ৭৫ বছরের বৃদ্ধা নারীর সম্পর্কে অশালীন মন্তব্য করে বিজেপি বুঝিয়ে দিয়েছে নারীদের প্রতি তাঁদের কোনো সম্মান নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত