আজকের পত্রিকা ডেস্ক
ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ভারতের উত্তরাখন্ড রাজ্যে ২৫ জন ‘ভুয়া’ সাধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে ‘অপারেশন কালনেমি’র অধীনে ২৫ জন ভুয়া সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হলো, ধর্মীয় ছদ্মবেশে প্রতারণা রুখে দেওয়া।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউই ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞান রাখেন না। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্রও ছিল না। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৭০ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তাঁর বাড়ি ঢাকার টাঙ্গাইল জেলায়। তাঁকে ফরেনার্স অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিচয় এবং পূর্ববর্তী রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে পুলিশ।
পুলিশ সন্দেহ করছে, এই ব্যক্তিরা ধর্মীয় বিশ্বাসের আড়ালে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনআস্থার জন্য হুমকি সৃষ্টিকারী এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোনো সন্দেহজনক সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বকে দেখলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে দেরাদুন পুলিশ।
আরও খবর পড়ুন:
ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ভারতের উত্তরাখন্ড রাজ্যে ২৫ জন ‘ভুয়া’ সাধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে ‘অপারেশন কালনেমি’র অধীনে ২৫ জন ভুয়া সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হলো, ধর্মীয় ছদ্মবেশে প্রতারণা রুখে দেওয়া।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউই ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞান রাখেন না। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্রও ছিল না। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৭০ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তাঁর বাড়ি ঢাকার টাঙ্গাইল জেলায়। তাঁকে ফরেনার্স অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিচয় এবং পূর্ববর্তী রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে পুলিশ।
পুলিশ সন্দেহ করছে, এই ব্যক্তিরা ধর্মীয় বিশ্বাসের আড়ালে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনআস্থার জন্য হুমকি সৃষ্টিকারী এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোনো সন্দেহজনক সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বকে দেখলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে দেরাদুন পুলিশ।
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
৫ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
৬ ঘণ্টা আগেআফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
৮ ঘণ্টা আগেরাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
১০ ঘণ্টা আগে