Ajker Patrika

ভারতের মন্দিরে গোপনে তরুণীর পায়ের ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮: ৪৩
মন্দিরে গিয়ে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী। ছবি: স্ক্রিনশট
মন্দিরে গিয়ে গোপনে তরুণীর ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী। ছবি: স্ক্রিনশট

ভারতের রাজস্থান রাজ্যের মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দিরে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন এক মধ্যবয়সী। গোপনে মন্দিরে আসা তরুণীর পায়ের ছবি তুলেছেন ওই ব্যক্তি। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী অভিযুক্ত ব্যক্তিকে কঠোর ভাষায় ভর্ৎসনা করছেন। তরুণীর এক বন্ধু ঘটনার ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

ভাইরাল ক্লিপটিতে দেখা যায়, তরুণী ওই ব্যক্তিকে প্রশ্ন করছেন, কেন তিনি অনুমতি ছাড়া তাঁর ছবি তুলেছেন। প্রথমে ব্যক্তিটি ছবি তোলার কথা অস্বীকার করেন, পরে তাঁর মোবাইল ফোনের গ্যালারিতে গিয়ে বেশ কয়েকটি ছবি পাওয়া যায়। দেখা যায়, মন্দিরের বেঞ্চে বসে থাকা শর্ট স্কার্ট পরা তরুণীর উন্মুক্ত হাঁটুর ছবি তুলেছেন ওই ব্যক্তি। অনুমতি ছাড়া তোলা নিজের ছবি দেখে তরুণী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তরুণী ব্যক্তিটিকে প্রশ্ন করেন, ‘আংকেল, এটা কী? আপনি কী করছেন? হ্যাঁ, আপনি আমার ছবি কেন তুলছেন? আপনি আমার পায়ের ছবি কেন তুলছেন?’

ইনস্টাগ্রামে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজ আমার বন্ধু মাউন্ট আবুর দেলওয়াদা জৈন মন্দিরের সামনে মা-বাবার জন্য অপেক্ষা করছিল। এ সময় একজন বয়স্ক লোক অস্বস্তিকরভাবে তার দিকে তাকাতে শুরু করে। এমনকি তার অনুমতি ছাড়াই তার পায়ের ছবি তোলে। যখন সে লোকটিকে ধরে, তখন সে ছবিটি মুছে ফেলে, কিন্তু এরপরও সেখানে বসে থাকা অন্য কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এমন জনবহুল, আধ্যাত্মিক স্থানে, দিনের আলোতে ঘটনাটি ঘটেছে। তবু ন্যূনতম সম্মান ও নিরাপত্তা সেখানে নেই!’

তরুণী আরও অভিযোগ করেন, ওই ব্যক্তি তাঁর দিকে অপলক তাকিয়ে ছিলেন, এমন আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। যখন তিনি লোকটির মুখোমুখি হন, তখন লোকটি তাঁর সামনেই ছবিগুলো মুছে ফেলেন। কিন্তু পরক্ষণেই অস্বীকার করেন। এতে তিনি ক্ষুব্ধ হন। তিনি ওই ব্যক্তিকে তিরস্কার করে বলেন, ‘আপনার কি লজ্জা নেই? আপনি মন্দিরের কাছে বসে আমার ছবি তুলছেন!’

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে অনুমতি ছাড়া ছবি তোলার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বহু নেটিজেন রাজস্থান পুলিশ এবং পর্যটন দপ্তরকে ট্যাগ করে ঘটনার তদন্ত ও অভিযুক্তকে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই লোক কারও স্বামী, কারও ভাই, হয়তো কারও বাবা। এত বুড়ো হয়েও সে নারীদের এভাবে দেখে!’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘যদি এই ভিডিও দেখে কেউ এই লোককে চেনেন, তবে দয়া করে এই ভিডিও তাঁর সন্তান, পরিবার এবং বন্ধুদের কাছে পাঠান। লোকেরা খারাপ আচরণের পরিণতি ভুলে যায়, আসুন, তাদের তা মনে করিয়ে দিই।’

তৃতীয় একজন বলেছেন, ‘আমি পুলিশ বিভাগকে অনুরোধ করছি তার বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।’ চতুর্থ একজন যোগ করেছেন, ‘এই লোককে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার জন্য মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত