Ajker Patrika

মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ায় কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১১: ৫৫
মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ায় কুকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির পোস্টার ছিঁড়ে ফেলায় একটি কুকুরের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিযোগটি ব্যঙ্গাত্মক বলেই মনে হচ্ছে। রাজ্যের বিজয়ওয়াড়া থানায় এই অভিযোগ দিয়েছেন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টির সমর্থক দাসারি উদয়শ্রী। 

একটি ভিডিও ক্লিপের জেরে এই অভিযোগ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুর মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ছবি সংবলিত পোস্টারটি দেয়াল থেকে টেনে ছিঁড়ে ফেলছে। 

অভিযোগকারী উদয়শ্রী বলেছেন, এটি মুখ্যমন্ত্রীর অপমান এবং এই কুকুরের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে কুকুরটিকে এই হেন কাজ করতে যারা উসকানি দিয়েছে এবং যারা এই ভিডিও ক্লিপ প্রচার করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। 

উদয়শ্রীর দাবি, জগনমোহন রেড্ডির প্রতি তাঁদের শ্রদ্ধা আছে। কিন্তু অন্ধ্রপ্রদেশে কুকুর পর্যন্ত তাঁকে অপমান করছে! 

পোস্টারটি মুখ্যমন্ত্রীর ‘জগনান্না মা ভবিষ্যথু’ নামে একটি সাম্প্রতিক কর্মসূচি। এর অর্থ জগনান্না আমাদের ভবিষ্যৎ। ক্ষমতাসীন ওয়াইএসআরসিপির একটি চলমান সমীক্ষা কর্মসূচি এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত