Ajker Patrika

ত্রিপুরায় দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার তৃণমূলের সাংসদ

প্রতিনিধি, কলকাতা
ত্রিপুরায় দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার তৃণমূলের সাংসদ

ত্রিপুরায় দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি। আজ সোমবার পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে তিনি আগরতলায় যান। সেখান থেকে সড়ক পথে উদয়পুরে পুজো দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা হয়। এই হামলার জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল।

ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ও বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন, তাঁদের দলের কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত নন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের নেতা অভিষেক দাবি করেন, দেড় বছরের মধ্যে ত্রিপুরায় তৃণমূলের সরকার গড়ে উঠবে। তাই উদ্বিগ্ন হয়ে বিজেপি হামলা চালাচ্ছে।

বিজেপিকে স্বৈরাচারী শক্তি বলে অভিহিত করে অভিষেক জানান, প্রতি মাসে এখন থেকে ৪-৫ বার তিনি ত্রিপুরায় যাবেন। ত্রিপুরাই এখন তৃণমূলের পাখির চোখ। তাই বিজেপিকে হারাতে সকলকে তৃণমূলে যোগদানের ডাক দেন তিনি।

অভিষেকের ত্রিপুরা সফরকালেই কলকাতায় খেলাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের ২৫৬ হাজার ক্লাবকে ৫ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

মমতা ব্যানার্জি জানান, ১৬ আগস্ট রাজ্য জুড়ে খেলা হবে। পালিত হবে খেলা দিবস। সেদিন যেসব ক্লাব খেলবে তাঁরা পাবে ১০টা করে বল আর ১৫ হাজার রুপি। গ্রামের ক্লাবগুলোর মধ্যে এক লাখ ফুটবল বিতরণের ঘোষণাও করেন মমতা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটেও স্লোগান ছিল খেলা হবে। সরকার গঠনের পরও খেলা হবের স্লোগান মমতার মুখে। দিল্লিতে মোদি সরকারকে চ্যালেঞ্জ জানাতে তাঁদের হাতিয়ার খেলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত