Ajker Patrika

ভারতে করোনায় এক দিনে দুই লক্ষাধিক শনাক্ত, মৃত্যু ৮৯৩

ভারতে করোনায় এক দিনে দুই লক্ষাধিক শনাক্ত, মৃত্যু ৮৯৩

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৩৪ হাজার ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। 

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৮৩ জনের, মারা গেছেন ২৮ জন। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪১ শতাংশ। কেরালায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮১২ জনের, মারা গেছেন আটজন। কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৩৩৭ জনের, মারা গেছেন ৭০ জন। মিজোরামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৩ জনের, মারা গেছেন চারজন। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৯৭১ জনের, মারা গেছেন ৬১ জন। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১০ লাখ ৯২ হাজার ৪২২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৯৪ হাজার ৯১ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত