Ajker Patrika

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে ২৮ বাংলাদেশির কারাদণ্ড

কলকাতা প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অনুপ্রবেশ ও অবৈধ বসবাসের অভিযোগে ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালত-২। আদালতের রায় অনুযায়ী, অভিযুক্তরা বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং দীর্ঘদিন তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বিভিন্ন পোশাক কারখানা ও নির্মাণস্থলে কাজ করছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছেন। এরপর তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়।

আদালতের রায়ে জানানো হয়েছে, এই ধরনের অনুপ্রবেশ দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং তা বরদাশত করা যাবে না। সাজা শেষ হওয়ার পর সংশ্লিষ্টদের বাংলাদেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা এবং শ্রমিক অভিবাসন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত