কলকাতা প্রতিনিধি
অনুপ্রবেশ ও অবৈধ বসবাসের অভিযোগে ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালত-২। আদালতের রায় অনুযায়ী, অভিযুক্তরা বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং দীর্ঘদিন তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বিভিন্ন পোশাক কারখানা ও নির্মাণস্থলে কাজ করছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছেন। এরপর তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়।
আদালতের রায়ে জানানো হয়েছে, এই ধরনের অনুপ্রবেশ দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং তা বরদাশত করা যাবে না। সাজা শেষ হওয়ার পর সংশ্লিষ্টদের বাংলাদেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা এবং শ্রমিক অভিবাসন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।
অনুপ্রবেশ ও অবৈধ বসবাসের অভিযোগে ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালত-২। আদালতের রায় অনুযায়ী, অভিযুক্তরা বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং দীর্ঘদিন তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বিভিন্ন পোশাক কারখানা ও নির্মাণস্থলে কাজ করছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছেন। এরপর তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হয়।
আদালতের রায়ে জানানো হয়েছে, এই ধরনের অনুপ্রবেশ দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং তা বরদাশত করা যাবে না। সাজা শেষ হওয়ার পর সংশ্লিষ্টদের বাংলাদেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা এবং শ্রমিক অভিবাসন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।
ক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি...
১৮ মিনিট আগেইরানের খোমেইন শহরে একটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাহিনীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে রাহা শেইখি নামে মাত্র তিন বছর বয়সী এক শিশু। এই ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বইছে।
১ ঘণ্টা আগেফের নারকীয় হামলার সাক্ষী ওডিশা। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তিন অজ্ঞাতনামা যুবকের হাতে পুড়ে ছারখার এক ১৫ বছরের স্কুলছাত্রী। ঘটনার ভয়াবহতা এমন যে, পুড়ে যাওয়া শরীরের বেশির ভাগ অংশেই থার্ড ডিগ্রি বার্নস ধরা পড়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
২ ঘণ্টা আগে