Ajker Patrika

৩০ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন তিন বাংলাদেশি 

৩০ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন তিন বাংলাদেশি 

ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) কর্মকর্তারা মহারাষ্ট্রের নাবি মুম্বাই শহরের আবাসিক এলাকা অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। অবৈধভাবে ভারতে অবস্থানের জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।

খারঘর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে এটিএস নাবি মুম্বাইয়ের একটি দল বুধবার খারঘর এলাকার ওভেগাঁওয়ের প্রাঙ্গনে অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে।

গ্রেপ্তারের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁরা ভারতে ভ্রমণ এবং থাকার জন্য কোনো বৈধ নথি উপস্থাপন করতে পারেননি। কিন্তু তারা জীবিকার জন্য স্থানীয়ভাবে কাজ করতেন বলে জানা গেছে।

এফআইআর অনুসারে, তাদের মধ্যে দুজন প্রায় ৩০ বছর আগে বাবা-মায়ের সাথে ভারতে যান এবং তখন থেকে সেখানে থাকতেন। ওই তিনজন হলেন কামাল আহমেদ খান (৩৬), আলীম ইউনুস শেখ (৪০) ও বাদল মঈনুদ্দিন খান (৩৮)।

আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালা-১৯৫০ এবং বিদেশী আইন-১৯৪৬ এর বিধানের অধীনে একটি মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত