ভারতের ত্রিপুরা রাজ্যে একসঙ্গে ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে ত্রিপুরা রেলওয়ে পুলিশ (জিআরপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন দালালও রয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাম সাহা (২৪), মো. আসমাউল হক (২০), জাকির হোসেন (৪০), মো. শাহিন আলী (২৬), ইব্রাহিম খলিল (২৩), শাহিন আলম (২৮), নয়ন আলী (১৯), মো. ইলাহী হোসেন (২১), মো. তৈয়ব হোসেন (১৯), মো. ডালিম ওরফে ইমান (১৯), মো. আব্দুল আজিজ, মো. সাইফুল ইসলাম (২৫), সাহাবুদ্দিন শেখ (৩৩), মো. শহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৬), মো. আমিরুল ইসলাম (২৪), হাজিকুল বাবু (২৬), রমজান শেখ (১৯), মো. মিজানুর (২৪), আলী আকবর (৩৬), সাকিল শেখ (১৯) এবং মো. রেহান (১৯)।
মামলায় মো. সেলিম রেজাকে (২৭) দালাল হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে জিআরপি সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদপত্র আনন্দবাজার বলছে, গ্রেপ্তার ২৩ জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তাঁরা ত্রিপুরায় এসেছিলেন, তাঁদের গতিবিধি কী ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, ওই ২৩ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগের বয়স ত্রিশের নিচে। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী কয়েকজন যুবকও রয়েছেন।
আগরতলা স্টেশন চত্বর থেকে মোহাম্মদ সেলিম রেজা নামের যে দালালকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বয়সও ২৭ বছর।
প্রসঙ্গত, ২১ জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, অসহায় কেউ এসে যদি বাংলার দরজা খটখট করেন, তাহলে ফেরানো হবে না। মমতার সেই মন্তব্য নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ সরকার।
তাঁর মন্তব্যের কারণে ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে বলে দাবি করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ওই মন্তব্য নিয়ে আপত্তি জানানো হয়। কেন্দ্র সরকারকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মমতা আবারও বলেন, তাঁকে যেন না শেখানো হয়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি।’
ভারতের ত্রিপুরা রাজ্যে একসঙ্গে ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে ত্রিপুরা রেলওয়ে পুলিশ (জিআরপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন দালালও রয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাম সাহা (২৪), মো. আসমাউল হক (২০), জাকির হোসেন (৪০), মো. শাহিন আলী (২৬), ইব্রাহিম খলিল (২৩), শাহিন আলম (২৮), নয়ন আলী (১৯), মো. ইলাহী হোসেন (২১), মো. তৈয়ব হোসেন (১৯), মো. ডালিম ওরফে ইমান (১৯), মো. আব্দুল আজিজ, মো. সাইফুল ইসলাম (২৫), সাহাবুদ্দিন শেখ (৩৩), মো. শহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৬), মো. আমিরুল ইসলাম (২৪), হাজিকুল বাবু (২৬), রমজান শেখ (১৯), মো. মিজানুর (২৪), আলী আকবর (৩৬), সাকিল শেখ (১৯) এবং মো. রেহান (১৯)।
মামলায় মো. সেলিম রেজাকে (২৭) দালাল হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে জিআরপি সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদপত্র আনন্দবাজার বলছে, গ্রেপ্তার ২৩ জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তাঁরা ত্রিপুরায় এসেছিলেন, তাঁদের গতিবিধি কী ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, ওই ২৩ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগের বয়স ত্রিশের নিচে। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী কয়েকজন যুবকও রয়েছেন।
আগরতলা স্টেশন চত্বর থেকে মোহাম্মদ সেলিম রেজা নামের যে দালালকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বয়সও ২৭ বছর।
প্রসঙ্গত, ২১ জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, অসহায় কেউ এসে যদি বাংলার দরজা খটখট করেন, তাহলে ফেরানো হবে না। মমতার সেই মন্তব্য নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ সরকার।
তাঁর মন্তব্যের কারণে ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে বলে দাবি করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ওই মন্তব্য নিয়ে আপত্তি জানানো হয়। কেন্দ্র সরকারকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মমতা আবারও বলেন, তাঁকে যেন না শেখানো হয়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি।’
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
১০ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
১০ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
১১ ঘণ্টা আগে