Ajker Patrika

একাত্তরে ভারতের ভূমিকার প্রশংসায় রাজনাথ সিং

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ২০: ৩১
একাত্তরে ভারতের ভূমিকার প্রশংসায় রাজনাথ সিং

যুদ্ধ জয়ের ক্ষেত্রে কেবল উন্নত ও ব্যয়বহুল অস্ত্রই জরুরি নয়। প্রয়োজন সঠিক কৌশল ও অস্ত্রের সঠিক প্রয়োগ। সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করে যুদ্ধের ক্ষেত্রে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল অনন্য নজির। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার দিল্লিতে পিসি লাল স্মারক বক্তৃতায় এ কথা বলেছেন। 

একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধজয় এক কথায় অসাধারণ—এ কথা উল্লেখ করে রাজনাথ সিং তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধ সরকার ও সশস্ত্রবাহিনীর সমন্বয়ে যুদ্ধ জয়ের সবচেয়ে অনন্য উদাহরণ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে; কেবল সশস্ত্র বাহিনীর জন্যই নয়, জাতীয় নিরাপত্তার ইতিহাসেও।’ 

রাজনাথ সিংহ আরও বলেন, ‘যুদ্ধ জয়ের ক্ষেত্রে কেবল উন্নত ও ব্যয়বহুল অস্ত্রই জরুরি নয়। প্রয়োজন সঠিক কৌশল ও অস্ত্রের সঠিক প্রয়োগ।’ 

এ সময় অনুষ্ঠানে তাঁর সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌহারিও উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত