কলকাতা প্রতিনিধি
পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে পাঞ্জাবের হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাঞ্জাবে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তিনি ১৫ থেকে ২০ মিনিট ফ্লাইওভারের ওপর আটকা থাকেন। এরপর বাধ্য হয়ে সব কর্মসূচি স্থগিত করে তিনি দিল্লিতে ফিরে যান।
আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি’ হিসেবে অভিহিত করে পাঞ্জাবের কংগ্রেসশাসিত রাজ্য সরকারের সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোদির সফরের আয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকার। নিরাপত্তা ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাথিন্দা বিমানবন্দরে ফিরেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাঞ্জাবের ফ্লাইওভারে ১৫ থেকে ২০ মিনিট আটকা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।’
পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকারের মুখ্যমন্ত্রী চারণজিৎ সিং চান্নিকে উদ্দেশ করে টুইট করেছেন বিজেপির প্রধান জেপি নাড্ডা।
টুইট বার্তায় নাড্ডা বলেন, ‘পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে হাজার কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন বাধাগ্রস্ত হয়েছে। এটি দুঃখজনক। রাজ্য পুলিশ সমাবেশে যোগ দিতে জনগণকে নিষেধ করেছিল। এসব বিষয় সমাধানের জন্য ফোনে কথা বলতেও রাজি হননি মুখ্যমন্ত্রী চান্নি।’
পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে পাঞ্জাবের হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাঞ্জাবে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে তিনি ১৫ থেকে ২০ মিনিট ফ্লাইওভারের ওপর আটকা থাকেন। এরপর বাধ্য হয়ে সব কর্মসূচি স্থগিত করে তিনি দিল্লিতে ফিরে যান।
আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি’ হিসেবে অভিহিত করে পাঞ্জাবের কংগ্রেসশাসিত রাজ্য সরকারের সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মোদির সফরের আয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকার। নিরাপত্তা ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাথিন্দা বিমানবন্দরে ফিরেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাঞ্জাবের ফ্লাইওভারে ১৫ থেকে ২০ মিনিট আটকা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রধানমন্ত্রীর নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।’
পাঞ্জাবের কংগ্রেসশাসিত সরকারের মুখ্যমন্ত্রী চারণজিৎ সিং চান্নিকে উদ্দেশ করে টুইট করেছেন বিজেপির প্রধান জেপি নাড্ডা।
টুইট বার্তায় নাড্ডা বলেন, ‘পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে হাজার কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন বাধাগ্রস্ত হয়েছে। এটি দুঃখজনক। রাজ্য পুলিশ সমাবেশে যোগ দিতে জনগণকে নিষেধ করেছিল। এসব বিষয় সমাধানের জন্য ফোনে কথা বলতেও রাজি হননি মুখ্যমন্ত্রী চান্নি।’
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
২ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৫ ঘণ্টা আগে