Ajker Patrika

বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীর তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ জুন ২০২৫, ১৯: ০৩
গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ছবি: সংগৃহীত
গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনার পর গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন গুজরাট রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। বিমানটিতে ১২ নম্বর আসনে ছিলেন তিনি।

বিজয় রুপানির ঘনিষ্ঠ প্রশান্ত বালা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে জানিয়েছেন, তিনি নিজেই বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। তবে তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর খোঁজ চলছে।

২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রুপানি। ২০২২ সালের নির্বাচনের আগে পদত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি টেক-অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। যাত্রীদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, সাত পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত