প্রতিনিধি, কলকাতা
বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির পাল্টা দাবি, পুরোটাই নাটক।
শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় ত্রিপুরা সফররত পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা আক্রান্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি হামলা চালিয়েছে। এ ছাড়া এদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।
সুবল জানান, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশেই তাঁদের পার্টি অফিস ভাঙচুড় করে। প্রতিবাদে তাঁরা ধর্মনগর সফররত মুখ্যমন্ত্রীর কনভয় অবরোধ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ, 'বিজেপির গুন্ডাদের আসল রং প্রকাশ পাচ্ছে। আজকে প্রমাণ হলো, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নষ্ট করতে চাইছে শান্তির পরিবেশ।
তবে তৃণমূলের ওপর হামলার নিন্দা করেছেন ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের ওপর রাজ্য জুড়ে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যে গণতন্ত্র নেই।
ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও। তাঁর মতে, হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা, রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তৃণমূলের, আমবাসায় তিন তৃণমূল নেতা রক্তাক্ত।
বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির পাল্টা দাবি, পুরোটাই নাটক।
শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় ত্রিপুরা সফররত পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা আক্রান্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি হামলা চালিয়েছে। এ ছাড়া এদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।
সুবল জানান, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশেই তাঁদের পার্টি অফিস ভাঙচুড় করে। প্রতিবাদে তাঁরা ধর্মনগর সফররত মুখ্যমন্ত্রীর কনভয় অবরোধ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ, 'বিজেপির গুন্ডাদের আসল রং প্রকাশ পাচ্ছে। আজকে প্রমাণ হলো, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চিও জমি ছাড়বে না।'
রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নষ্ট করতে চাইছে শান্তির পরিবেশ।
তবে তৃণমূলের ওপর হামলার নিন্দা করেছেন ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের ওপর রাজ্য জুড়ে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যে গণতন্ত্র নেই।
ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও। তাঁর মতে, হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা, রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তৃণমূলের, আমবাসায় তিন তৃণমূল নেতা রক্তাক্ত।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৬ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে