Ajker Patrika

ত্রিপুরায় তৃণমূল ও বিজেপি সংঘর্ষ

প্রতিনিধি, কলকাতা
ত্রিপুরায় তৃণমূল ও বিজেপি সংঘর্ষ

বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির পাল্টা দাবি, পুরোটাই নাটক।

শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় ত্রিপুরা সফররত পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ছাত্র নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা আক্রান্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি হামলা চালিয়েছে। এ ছাড়া এদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে তৃণমূলের জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। 

সুবল জানান, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশেই তাঁদের পার্টি অফিস ভাঙচুড় করে। প্রতিবাদে তাঁরা ধর্মনগর সফররত মুখ্যমন্ত্রীর কনভয় অবরোধ করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অভিযোগ, 'বিজেপির গুন্ডাদের আসল রং প্রকাশ পাচ্ছে। আজকে প্রমাণ হলো, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে। তৃণমূল লড়াইয়ের ময়দান থেকে এক ইঞ্চিও জমি ছাড়বে না।' 

রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, তৃণমূল রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। নষ্ট করতে চাইছে শান্তির পরিবেশ। 

তবে তৃণমূলের ওপর হামলার নিন্দা করেছেন ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা পবিত্র কর। তিনি বলেন, ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের ওপর রাজ্য জুড়ে হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। রাজ্যে গণতন্ত্র নেই। 

ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসও। তাঁর মতে, হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন বিরোধী নেতাদের ওপর হামলা চালাচ্ছে। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তাল ত্রিপুরা, রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তৃণমূলের, আমবাসায় তিন তৃণমূল নেতা রক্তাক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত