Ajker Patrika

মশা ভর্তি বোতল নিয়ে আদালতে শীর্ষ সন্ত্রাসী

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২৩: ৩৪
মশা ভর্তি বোতল নিয়ে আদালতে শীর্ষ সন্ত্রাসী

জেলখানায় মশার কামড়ে রীতিমতো অতিষ্ঠ ইজাজ লাকদাওয়ালা নামের ভারতের এক শীর্ষ সন্ত্রাসী। মশার কামড় থেকে বাঁচতে তিনি আদালতে মশারি ব্যবহারের অনুমতি চেয়েছেন। প্রমাণ স্বরূপ আদালতে নিয়ে গেছেন প্লাস্টিকের বোতল ভর্তি মরা মশা! তবে আদালতে তাঁর চাওয়া গৃহীত হয়নি। 

আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্লাস্টিকের বোতল ভর্তি মরা মশা নিয়ে আদালতে উপস্থিত হন লাকদাওয়ালা। মশারি চেয়ে করেন আবেদন। তিনি জানান, প্রতিদিনই বন্দীদের মশার উৎপাতে ভুগতে হয়। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। আদালত আবেদন খারিজ করে লাকদাওয়ালাকে মশা নিরোধক ক্রিম ব্যবহারের পরামর্শ দেয়। জেল কর্তৃপক্ষকে মশা তাড়ানোর জন্য সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। 

লাকদাওয়ালা একসময় পলাতক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকে তিনি মুম্বাইয়ের তালোজা কারাগারে বন্দী। 

মশারি চেয়ে করা আবেদনে লাকদাওয়ালা উল্লেখ করেন, ২০২০ সালে যখন তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তখন একটি মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু চলতি বছরের মে মাসে কারা কর্তৃপক্ষ নিরাপত্তার উদ্বেগের কারণে মশারিটি জব্দ করে নেয়। 

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাকদাওয়ালার মতো আরও বেশ কয়েকজন কারাবন্দী একই ধরনের আবেদন করেছেন। এর মধ্যে কয়েকজনকে অনুমতি দেওয়া হয়েছে এবং বাকিদের আবেদন খারিজ করা হয়েছে। গ্যাংস্টার ডিকে রাওকে মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এলগার পরিষদের সঙ্গে মাও যোগের অভিযোগে বন্দীদের ক্ষেত্রে মশারি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। 

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাকটিভিস্ট গৌতম নভলাখাও মশারি চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনটি এখনো মুলতবি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত