Ajker Patrika

নিজেকে ঈশ্বর প্রেরিত দাবির পর এবার দুই দিনের ধ্যানে বসছেন মোদি

আপডেট : ৩০ মে ২০২৪, ১৩: ০৬
নিজেকে ঈশ্বর প্রেরিত দাবির পর এবার দুই দিনের ধ্যানে বসছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ। লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্বের আগে ‘ধ্যানের ঐতিহ্যের’ ধারাবাহিকতায় মোদি আবারও ধ্যানে বসছেন। আজ ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তামিলনাড়ুর কন্যাকুমারীতে তিন দিনের সফর করবেন তিনি। সেখানেই বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান করবেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম মিন্ট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক দিন আগে ধ্যানে বসতে যাচ্ছেন মোদি। ২০১৯ সালেও প্রধানমন্ত্রী মোদি কেদারনাথে একই রকম ভ্রমণ করেছিলেন এবং নির্বাচনের চূড়ান্ত পর্বের আগে একটি গুহায় ধ্যান করেছিলেন। তিনি ২০১৯ সালে শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দির, শ্রী রঙ্গনাথস্বামী মন্দির এবং কোথানদারমাস্বামী মন্দিরের মতো বিভিন্ন মন্দির পরিদর্শন করেছিলেন।

মজার ব্যাপার হচ্ছে, এই রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপেই ১৮৯২ সালে ভারত মাতার দর্শন নিয়ে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত কন্যাকুমারী—সেখানে দেশের পূর্ব ও পশ্চিম উপকূলরেখা একত্রিত হয়েছে। এখানেই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরবসাগর মিলিত হয়েছে।

সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে এবং দক্ষিণ ভারতে অবস্থান শক্ত করার উদ্দেশ্য বিবেচনায় নিলে প্রধানমন্ত্রী মোদির তামিলনাড়ু সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মোদি তাঁর নির্বাচনী প্রচারের ভাষণেও তামিল সংস্কৃতির প্রচার করছেন।

বৃহস্পতিবার বিবেকানন্দ রক মেমোরিয়ালে মোদির ৪৫ ঘণ্টা ধ্যান উপলক্ষে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার পুলিশ কর্মী। এ ছাড়া, বিভিন্ন নিরাপত্তা সংস্থাও এলাকাটিকে কঠোর নজরদারির আওতায় রেখেছে।

ধ্যানের জন্য নরেন্দ্র মোদি আজ বিকেলে কন্যাকুমারীতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। পরে তিনি স্মৃতিসৌধে যাবেন। তিনি ১ জুন বিকেল ৩টা পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে থাকতে পারেন। সেদিনই ভারতে চলমান লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বের ভোট হবে।

সংশ্লিষ্ট সূত্র পিটিআইকে জানিয়েছে যে, মোদির অবস্থান উপলক্ষে উপকূলীয় নিরাপত্তা গোষ্ঠী, ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক সীমান্তে নজরদারি বজায় রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত