Ajker Patrika

৫৩ অঞ্চলে করোনার ভারতীয় ধরন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৫৩ অঞ্চলে করোনার ভারতীয় ধরন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা: ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনটি এখন পর্যন্ত অন্তত ৫৩টি অঞ্চলে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । আজ বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসমর্থিত উৎস থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বলেছে, ওই ৫৩ অঞ্চল ছাড়াও করোনার ভারতীয় বি.১.৬১৭ ধরনটি বিশ্বের আরও সাতটি অঞ্চলে শনাক্ত হয়েছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভারতীয় বি.১.৬১৭ ধরনটির সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। তবে এই ধরনে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থতা এবং সংক্রমণের ঝুঁকির বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত সপ্তাহে বিশ্বে করোনা রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যু কমেছে। এ সময়ে বিশ্বে ৪১ লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এর আগের সপ্তাহ থেকে ১৪ শতাংশ কম। এ ছাড়া বিশ্বব্যাপী গত সপ্তাহে করোনায় মারা গেছেন ৮৪ হাজার মানুষ। এটি আগের সপ্তাহের চেয়ে দুই শতাংশ কম।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় অঞ্চলেও গত এক সপ্তাহে নতুন সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলেও। এ ছাড়া পূর্বের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে আমেরিকা, পূর্ব ভূমধ্যসাগরীয়, আফ্রিকা এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও করোনায় সংক্রমণ এবং মৃত্যু হ্রাস পেয়েছে।

গত সাত দিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। গত এক সপ্তাহে দেশটিতে ১৮ লাখ ৪৬ হাজার ৫৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে (যা আগের সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ কম)। এ ছাড়া ব্রাজিলে ৪ লাখ ৫১ হাজার ৪২৪ জন (আগের সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেশি), আর্জেন্টিনায় ২ লাখ ১৩ হাজার ৪৬ জন (আগের সপ্তাহের তুলনায় ৪১ শতাংশ বেশি), যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৮ হাজার ৪১০ জন (আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ কম) এবং কলম্বিয়ায় এক লাখ ৭ হাজার ৫৯০ জন (সাত শতাংশ কম) করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস। এই ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ ১ হাজার ১৬৪ জন ।বিশ্বে এ পর্যন্ত ১৬ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত