অনলাইন ডেস্ক
জনপ্রিয় টেনিস তারকা রাধিকা যাদবকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাধিকার বাবা দীপক যাদব (৪৯) বিপুল সম্পত্তির মালিক। প্রতি মাসে এসব সম্পত্তি থেকে তাঁর আয় ১৫ থেকে ১৭ লাখ টাকা। এ ছাড়া গুরুগ্রামের (আগে গুরুগাঁও) বিলাসবহুল ফার্ম হাউস ও একটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র—এসব দীপক যাদবের আর্থিক সচ্ছলতার চিত্র তুলে ধরে।
কিন্তু পুলিশ ও গুরুগ্রামের স্থানীয় অধিবাসীদের মতে, মেয়ের জনপ্রিয়তা ও অর্থনৈতিক সচ্ছলতার কারণে দীপক যাদবকে স্থানীয় প্রতিবেশীদের কটু কথা হজম করতে হচ্ছিল। মেয়ের আয়ের ওপর নির্ভরশীল তিনি, এমন সব কথাও শুনতে হচ্ছিল দীপককে। কিন্তু দীপকের নিজের যে পরিমাণ সম্পত্তি রয়েছে, তাতে মনে হয় না তাঁকে মেয়ের আয়ের ওপর নির্ভর করতে হতো। বিষয়টি হত্যাকাণ্ডের রহস্যকে আরও ঘনীভূত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাধিকা তখন সকালের নাশতা তৈরি করছিলেন, দীপক সে সময় মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালান। এর মধ্যে তিনটি গুলি রাধিকার শরীরে বিদ্ধ হয়। ঘটনার পরপরই রাধিকাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দীপক যাদব নিজেই মেয়ের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াজিরাবাদ গ্রামের (দীপকের নিজ গ্রাম) এক ব্যক্তি জানান, অভিযুক্ত ব্যক্তির অর্থাৎ রাধিকার বাবার গুরুগ্রামে একাধিক সম্পত্তি রয়েছে। তিনি প্রতি মাসে ১৫-১৭ লাখ টাকা ভাড়া বাবদ আয় করেন। ওই ব্যক্তি এনডিটিভিকে জানান, গুরুগ্রামজুড়ে দীপকের বেশ কিছু সম্পত্তি রয়েছে। তাঁর একটি বিলাসবহুল ফার্ম হাউসও রয়েছে এবং গ্রামের সবাই জানেন যে তিনি ধনী।
দীপক তাঁর মেয়েকে হত্যা করতে লাইসেন্স করা পয়েন্ট-থ্রি টু বোরের একটি রিভলবার ব্যবহার করেন। এই আগ্নেয়াস্ত্রের ব্যাপারে ওই ব্যক্তি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও টাকা থাকলেই শুধু এ ধরনের অস্ত্রের লাইসেন্স পাওয়া যায়। কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়।
তাহলে রাধিকাকে কেন হত্যা করলেন দীপক? স্থানীয় বাসিন্দারা বলছেন, মাসখানেক ধরে পারিবারিক টানাপোড়েনের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। প্রাথমিকভাবে আর্থিকভাবে রাধিকার স্বাধীনতা, ইনস্টাগ্রাম রিল ও একটি মিউজিক ভিডিওতে তাঁর উপস্থিতিই দীপককে ক্ষুব্ধ করেছিল বলে জানা যায়। দীপক পুলিশকে বলেছেন, ওয়াজিরাবাদ গ্রামের লোকেরা তাঁর মেয়ের উপার্জনের ওপর নির্ভরতা নিয়ে তাঁকে বারবার কটূক্তি করতেন। এ কারণে তিনি রাধিকাকে তাঁর টেনিস একাডেমি বন্ধ করার কথাও বলেছিলেন।
তবে, দীপকের এই স্বীকারোক্তি স্থানীয় কিছু মানুষ প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় এক ব্যক্তি এনডিটিভিকে বলেন, দীপকের নিজেরই যখন এত টাকা আছে, তখন গ্রামের কে বলবে যে তিনি মেয়ের টাকায় চলেন? দীপক খুব পরিশীলিত মানুষ। তিনি তাঁর মেয়েকে টেনিস শেখানোর জন্য নিজের পড়াশোনাও ছেড়ে দিয়েছিলেন। তিনি তাঁর মেয়ের জন্য ২ লাখ টাকার টেনিস র্যাকেট কিনে দিয়েছিলেন। তিনি তাঁর মেয়েকে খুব ভালোবাসতেন। হত্যাকাণ্ডের পেছনে হয়তো ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, টেনিস বা টেনিস একাডেমি নয়।
প্রসঙ্গত, রাধিকার টেনিস একাডেমিটি গুরুগ্রামের সেক্টর ৫৭-তে অবস্থিত। একাডেমি খোলার পর থেকেই দীপক তাঁর মেয়ের জনপ্রিয়তা ও আর্থিক সচ্ছলতার প্রতি অসন্তোষ পোষণ করতেন বলে অভিযোগ রয়েছে।
রাধিকার মৃত্যুতে অভিযোগ করেছেন দীপক যাদবের ভাই, অর্থাৎ রাধিকার চাচা। তিনি জানান, দীপক যাদব তাঁর বড় ভাই। তাঁরা একই বাড়ির পৃথক তলায় থাকেন। ঘটনার দিন সকালে তিনি গুলির শব্দ শুনতে পান। ওপরের তলায় গিয়ে রাধিকাকে রান্নাঘরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ড্রয়িংরুমে রিভলবারটি পড়ে ছিল। রাধিকাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
জনপ্রিয় টেনিস তারকা রাধিকা যাদবকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাধিকার বাবা দীপক যাদব (৪৯) বিপুল সম্পত্তির মালিক। প্রতি মাসে এসব সম্পত্তি থেকে তাঁর আয় ১৫ থেকে ১৭ লাখ টাকা। এ ছাড়া গুরুগ্রামের (আগে গুরুগাঁও) বিলাসবহুল ফার্ম হাউস ও একটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র—এসব দীপক যাদবের আর্থিক সচ্ছলতার চিত্র তুলে ধরে।
কিন্তু পুলিশ ও গুরুগ্রামের স্থানীয় অধিবাসীদের মতে, মেয়ের জনপ্রিয়তা ও অর্থনৈতিক সচ্ছলতার কারণে দীপক যাদবকে স্থানীয় প্রতিবেশীদের কটু কথা হজম করতে হচ্ছিল। মেয়ের আয়ের ওপর নির্ভরশীল তিনি, এমন সব কথাও শুনতে হচ্ছিল দীপককে। কিন্তু দীপকের নিজের যে পরিমাণ সম্পত্তি রয়েছে, তাতে মনে হয় না তাঁকে মেয়ের আয়ের ওপর নির্ভর করতে হতো। বিষয়টি হত্যাকাণ্ডের রহস্যকে আরও ঘনীভূত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাধিকা তখন সকালের নাশতা তৈরি করছিলেন, দীপক সে সময় মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালান। এর মধ্যে তিনটি গুলি রাধিকার শরীরে বিদ্ধ হয়। ঘটনার পরপরই রাধিকাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দীপক যাদব নিজেই মেয়ের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াজিরাবাদ গ্রামের (দীপকের নিজ গ্রাম) এক ব্যক্তি জানান, অভিযুক্ত ব্যক্তির অর্থাৎ রাধিকার বাবার গুরুগ্রামে একাধিক সম্পত্তি রয়েছে। তিনি প্রতি মাসে ১৫-১৭ লাখ টাকা ভাড়া বাবদ আয় করেন। ওই ব্যক্তি এনডিটিভিকে জানান, গুরুগ্রামজুড়ে দীপকের বেশ কিছু সম্পত্তি রয়েছে। তাঁর একটি বিলাসবহুল ফার্ম হাউসও রয়েছে এবং গ্রামের সবাই জানেন যে তিনি ধনী।
দীপক তাঁর মেয়েকে হত্যা করতে লাইসেন্স করা পয়েন্ট-থ্রি টু বোরের একটি রিভলবার ব্যবহার করেন। এই আগ্নেয়াস্ত্রের ব্যাপারে ওই ব্যক্তি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও টাকা থাকলেই শুধু এ ধরনের অস্ত্রের লাইসেন্স পাওয়া যায়। কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়।
তাহলে রাধিকাকে কেন হত্যা করলেন দীপক? স্থানীয় বাসিন্দারা বলছেন, মাসখানেক ধরে পারিবারিক টানাপোড়েনের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। প্রাথমিকভাবে আর্থিকভাবে রাধিকার স্বাধীনতা, ইনস্টাগ্রাম রিল ও একটি মিউজিক ভিডিওতে তাঁর উপস্থিতিই দীপককে ক্ষুব্ধ করেছিল বলে জানা যায়। দীপক পুলিশকে বলেছেন, ওয়াজিরাবাদ গ্রামের লোকেরা তাঁর মেয়ের উপার্জনের ওপর নির্ভরতা নিয়ে তাঁকে বারবার কটূক্তি করতেন। এ কারণে তিনি রাধিকাকে তাঁর টেনিস একাডেমি বন্ধ করার কথাও বলেছিলেন।
তবে, দীপকের এই স্বীকারোক্তি স্থানীয় কিছু মানুষ প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় এক ব্যক্তি এনডিটিভিকে বলেন, দীপকের নিজেরই যখন এত টাকা আছে, তখন গ্রামের কে বলবে যে তিনি মেয়ের টাকায় চলেন? দীপক খুব পরিশীলিত মানুষ। তিনি তাঁর মেয়েকে টেনিস শেখানোর জন্য নিজের পড়াশোনাও ছেড়ে দিয়েছিলেন। তিনি তাঁর মেয়ের জন্য ২ লাখ টাকার টেনিস র্যাকেট কিনে দিয়েছিলেন। তিনি তাঁর মেয়েকে খুব ভালোবাসতেন। হত্যাকাণ্ডের পেছনে হয়তো ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, টেনিস বা টেনিস একাডেমি নয়।
প্রসঙ্গত, রাধিকার টেনিস একাডেমিটি গুরুগ্রামের সেক্টর ৫৭-তে অবস্থিত। একাডেমি খোলার পর থেকেই দীপক তাঁর মেয়ের জনপ্রিয়তা ও আর্থিক সচ্ছলতার প্রতি অসন্তোষ পোষণ করতেন বলে অভিযোগ রয়েছে।
রাধিকার মৃত্যুতে অভিযোগ করেছেন দীপক যাদবের ভাই, অর্থাৎ রাধিকার চাচা। তিনি জানান, দীপক যাদব তাঁর বড় ভাই। তাঁরা একই বাড়ির পৃথক তলায় থাকেন। ঘটনার দিন সকালে তিনি গুলির শব্দ শুনতে পান। ওপরের তলায় গিয়ে রাধিকাকে রান্নাঘরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ড্রয়িংরুমে রিভলবারটি পড়ে ছিল। রাধিকাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মার্কিন বি-৫২ এইচ কৌশলগত বোমারু বিমান ও যুদ্ধবিমানের যৌথ মহড়া দিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ মহড়া দেয় তারা। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া ও রাশিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা চুক্তি শক্তিশালী করায় নিরাপত্তা সহযোগিতা জোরদার
২ ঘণ্টা আগেএশিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে একধরনের ‘শীতল যুদ্ধ’ শুরু হয়েছে। কূটনৈতিক প্রভাব বিস্তার থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিশ্রুতি; প্রতিটি ক্ষেত্রেই দুই পরাশক্তির লড়াই এখন আর গোপন কিছু নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে কেন্দ্র করে এই লড়াই ক্রমেই আরও স্পষ্ট হচ্ছে
৩ ঘণ্টা আগেতুরস্কের রাষ্ট্রবিরোধী লড়াইয়ে চার দশকের বেশি সময় ধরে নিয়োজিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধারা আজ শুক্রবার উত্তর ইরাকে একটি প্রতীকী অনুষ্ঠানে অস্ত্র সমর্পণ করেছেন। এই পদক্ষেপকে পিকেকের দীর্ঘ সশস্ত্র সংগ্রামের অবসান এবং শান্তিপূর্ণ রাজনীতির পথে যাত্রার প্রথম দৃশ্যমান পদক্ষেপ হিসেবে
৪ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্র রাজ্যে কয়েক সপ্তাহ ধরে ভাষা ও পরিচয় ঘিরে উত্তেজনা চলছে, যা সম্প্রতি সহিংসতায় রূপ নিয়েছে। চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্র সরকার রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে পড়ানো বাধ্যতামূলক করলে এই উত্তেজনার সূত্রপাত হয়।
৫ ঘণ্টা আগে