Ajker Patrika

দিল্লিতে টেনিস তারকা মেয়েকে হত্যা: বাবার বিপুল সম্পত্তি নিয়ে রহস্য

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ জুলাই ২০২৫, ২০: ০২
জনপ্রিয় টেনিস তারকা রাধিকা যাদব ও তাঁর বাবা দীপক যাদব। ছবি: সংগৃহীত
জনপ্রিয় টেনিস তারকা রাধিকা যাদব ও তাঁর বাবা দীপক যাদব। ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেনিস তারকা রাধিকা যাদবকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাধিকার বাবা দীপক যাদব (৪৯) বিপুল সম্পত্তির মালিক। প্রতি মাসে এসব সম্পত্তি থেকে তাঁর আয় ১৫ থেকে ১৭ লাখ টাকা। এ ছাড়া গুরুগ্রামের (আগে গুরুগাঁও) বিলাসবহুল ফার্ম হাউস ও একটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র—এসব দীপক যাদবের আর্থিক সচ্ছলতার চিত্র তুলে ধরে।

কিন্তু পুলিশ ও গুরুগ্রামের স্থানীয় অধিবাসীদের মতে, মেয়ের জনপ্রিয়তা ও অর্থনৈতিক সচ্ছলতার কারণে দীপক যাদবকে স্থানীয় প্রতিবেশীদের কটু কথা হজম করতে হচ্ছিল। মেয়ের আয়ের ওপর নির্ভরশীল তিনি, এমন সব কথাও শুনতে হচ্ছিল দীপককে। কিন্তু দীপকের নিজের যে পরিমাণ সম্পত্তি রয়েছে, তাতে মনে হয় না তাঁকে মেয়ের আয়ের ওপর নির্ভর করতে হতো। বিষয়টি হত্যাকাণ্ডের রহস্যকে আরও ঘনীভূত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাধিকা তখন সকালের নাশতা তৈরি করছিলেন, দীপক সে সময় মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালান। এর মধ্যে তিনটি গুলি রাধিকার শরীরে বিদ্ধ হয়। ঘটনার পরপরই রাধিকাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দীপক যাদব নিজেই মেয়ের হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াজিরাবাদ গ্রামের (দীপকের নিজ গ্রাম) এক ব্যক্তি জানান, অভিযুক্ত ব্যক্তির অর্থাৎ রাধিকার বাবার গুরুগ্রামে একাধিক সম্পত্তি রয়েছে। তিনি প্রতি মাসে ১৫-১৭ লাখ টাকা ভাড়া বাবদ আয় করেন। ওই ব্যক্তি এনডিটিভিকে জানান, গুরুগ্রামজুড়ে দীপকের বেশ কিছু সম্পত্তি রয়েছে। তাঁর একটি বিলাসবহুল ফার্ম হাউসও রয়েছে এবং গ্রামের সবাই জানেন যে তিনি ধনী।

দীপক তাঁর মেয়েকে হত্যা করতে লাইসেন্স করা পয়েন্ট-থ্রি টু বোরের একটি রিভলবার ব্যবহার করেন। এই আগ্নেয়াস্ত্রের ব্যাপারে ওই ব্যক্তি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও টাকা থাকলেই শুধু এ ধরনের অস্ত্রের লাইসেন্স পাওয়া যায়। কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়।

তাহলে রাধিকাকে কেন হত্যা করলেন দীপক? স্থানীয় বাসিন্দারা বলছেন, মাসখানেক ধরে পারিবারিক টানাপোড়েনের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। প্রাথমিকভাবে আর্থিকভাবে রাধিকার স্বাধীনতা, ইনস্টাগ্রাম রিল ও একটি মিউজিক ভিডিওতে তাঁর উপস্থিতিই দীপককে ক্ষুব্ধ করেছিল বলে জানা যায়। দীপক পুলিশকে বলেছেন, ওয়াজিরাবাদ গ্রামের লোকেরা তাঁর মেয়ের উপার্জনের ওপর নির্ভরতা নিয়ে তাঁকে বারবার কটূক্তি করতেন। এ কারণে তিনি রাধিকাকে তাঁর টেনিস একাডেমি বন্ধ করার কথাও বলেছিলেন।

তবে, দীপকের এই স্বীকারোক্তি স্থানীয় কিছু মানুষ প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় এক ব্যক্তি এনডিটিভিকে বলেন, দীপকের নিজেরই যখন এত টাকা আছে, তখন গ্রামের কে বলবে যে তিনি মেয়ের টাকায় চলেন? দীপক খুব পরিশীলিত মানুষ। তিনি তাঁর মেয়েকে টেনিস শেখানোর জন্য নিজের পড়াশোনাও ছেড়ে দিয়েছিলেন। তিনি তাঁর মেয়ের জন্য ২ লাখ টাকার টেনিস র‍্যাকেট কিনে দিয়েছিলেন। তিনি তাঁর মেয়েকে খুব ভালোবাসতেন। হত্যাকাণ্ডের পেছনে হয়তো ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, টেনিস বা টেনিস একাডেমি নয়।

প্রসঙ্গত, রাধিকার টেনিস একাডেমিটি গুরুগ্রামের সেক্টর ৫৭-তে অবস্থিত। একাডেমি খোলার পর থেকেই দীপক তাঁর মেয়ের জনপ্রিয়তা ও আর্থিক সচ্ছলতার প্রতি অসন্তোষ পোষণ করতেন বলে অভিযোগ রয়েছে।

রাধিকার মৃত্যুতে অভিযোগ করেছেন দীপক যাদবের ভাই, অর্থাৎ রাধিকার চাচা। তিনি জানান, দীপক যাদব তাঁর বড় ভাই। তাঁরা একই বাড়ির পৃথক তলায় থাকেন। ঘটনার দিন সকালে তিনি গুলির শব্দ শুনতে পান। ওপরের তলায় গিয়ে রাধিকাকে রান্নাঘরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ড্রয়িংরুমে রিভলবারটি পড়ে ছিল। রাধিকাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

দল বিলুপ্ত করে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, প্রার্থী হবেন ধানের শীষের

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

২০০ আসনে জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান

এলাকার খবর
Loading...