ঢাকা: জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখানোর কারণে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে সেটি সংশোধন করা হয়।
আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তর প্রদেশের বুলন্দ শহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।
টুইটারের 'টুইপ লাইফ' বিভাগে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে; অর্থাৎ জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার।
নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের নেত্রী প্রবীন ভাটি বলেছেন, মানচিত্রের এই ঘটনাটি আমাকে ও পুরো ভারতবাসীকে আহত করেছে। এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে টুইটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা: জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখানোর কারণে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা তথ্যটি নিশ্চিত করেছে।
এর আগে এএনআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হলেও পরে সেটি সংশোধন করা হয়।
আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশ পুলিশ। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তর প্রদেশের বুলন্দ শহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।
টুইটারের 'টুইপ লাইফ' বিভাগে ভারতের যে মানচিত্র দেওয়া হয়েছে, সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে; অর্থাৎ জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার।
নীতিমালা নিয়ে ভারত সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ভারতের মানচিত্র বিতর্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বজরং দলের নেত্রী প্রবীন ভাটি বলেছেন, মানচিত্রের এই ঘটনাটি আমাকে ও পুরো ভারতবাসীকে আহত করেছে। এটিকে রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে টুইটার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৪ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৪ ঘণ্টা আগে