Ajker Patrika

‘ক্যাশ অন ডেলিভারিতে’ দেড় লাখ রুপির আইফোন অর্ডার হাতে পেয়ে কুরিয়ারকে খুন

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১: ৪০
‘ক্যাশ অন ডেলিভারিতে’ দেড় লাখ রুপির আইফোন অর্ডার হাতে পেয়ে কুরিয়ারকে খুন

অনলাইনে ক্যাশ অন ডেলিভারি অপশন নিয়ে আইফোন অর্ডার করেছিলেন এক ব্যক্তি। এরপর সেই ফোন নিয়ে যখন কুরিয়ার এজেন্ট তাঁর কাছে পৌঁছান, তখন তিনি তাঁকে হত্যা করেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের চিনহাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, গজানন নামে এক ব্যক্তি অনলাইন অর্ডারিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে দেড় লাখ রুপি মূল্যের একটি আইফোন অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি অপশনে। পরে সেই অর্ডার নিয়ে এজেন্ট ভরত সাহু গজাননের কাছে পৌঁছালে তিনি ও তাঁর সহযোগীরা মিলে ভরতকে হত্যা করেন। 

লক্ষ্ণৌ পুলিশের ডেপুটি কমিশনার শশাঙ্ক সিং জানিয়েছেন, গজানন লক্ষ্ণৌয়ের চিনহাট এলাকার বাসিন্দা। সেপ্টেম্বরের ২৩ তারিখে ভরত অর্ডার নিয়ে গজাননের কাছে পৌঁছান। এরপর গজানন ও তাঁর সহযোগীরা ভরতকে হত্যা করে স্থানীয় ইন্দিরা খালে লাশ ফেলে দেন। পুলিশ এখনো সেই লাশ খুঁজে পায়নি। 

শশাঙ্ক সিং বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর ডেলিভারি বয় নিশাতগঞ্জের বাসিন্দা ভরত সাহু গজাননের বাড়িতে ফোন ডেলিভারি দিতে গেলে তাঁকে গজানন ও তাঁর সহযোগীরা হত্যা করেন। সাহুকে শ্বাসরোধে হত্যার পর তাঁর লাশ বস্তায় ভরে ইন্দিরা খালে ফেলে দেওয় হয়।’ 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গজানন ও তাঁর সহযোগীরা কেবল ভরতকে হত্যাই করেননি। তাঁর মোটরবাইক ও তাঁর কাছে থাকা ৩৫ হাজার রুপিও লুট করে নিয়ে যায়। 

এ ঘটনার দুই দিন পরও সাহু বাড়ি না ফেরায় তাঁর পরিবার ২৫ সেপ্টেম্বর চিনহাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। সাহুর ফোনকলের বিবরণ যাচাই এবং তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা করার সময় পুলিশ গজাননের নম্বর খুঁজে পায় এবং তাঁর বন্ধু আকাশের কাছে পৌঁছাতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আকাশ অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 
 
ডেপুটি কমিশনার শশাঙ্ক সিং বলেছেন, ‘রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল খালের মধ্যে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা করছে।’ তবে মৃতদেহ এখনো পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত