ভারতের শীর্ষ দানশীল ব্যক্তি শিব নাদার। বহুজাতিক তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা এইচসিএলের সহপ্রতিষ্ঠাতা তিনি। ২০২৩ অর্থবছরে প্রায় ২ হাজার ৪২ কোটি রুপি (২ হাজার ৭১৩ কোটি টাকা) দান করেছেন। সে হিসাবে তিনি দৈনিক দান করেছেন প্রায় ৫ দশমিক ৬ কোটি রুপি (৭ দশমিক ৪ কোটি টাকা)।
চলতি বছরের বার্ষিক এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি তালিকায় শীর্ষে উঠে এসেছেন নাদার। তিনি মূলত শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক খাতে দান করেন।
এ বছরের সেরা দানশীল ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ২৪ জন। সেরা দশে শিব নাদার ছাড়াও রয়েছেন আজিম প্রেমজি, নন্দন নিলেকানি, রোহিনি নিলেকানি, নিথিন ও নিখিল কামাথ, সুব্রত বাগচী ও সুস্মিতা এবং এএম নায়েক।
নাদারের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন আজিম প্রেমজি। তিনি বহুজাতিক তথ্যপ্রযুক্তিবিষয়ক পরামর্শক সংস্থা উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০২৩ অর্থবছরে তিনি ১ হাজার ৭৭৪ কোটি রুপি (২ হাজার ৩৬০ কোটি টাকা) দান করেছেন।
ভারতের শীর্ষস্থানীয় দানশীল ব্যক্তিদের মধ্যে সাতজনই নারী। এই নারীদের মধ্যে শীর্ষে রয়েছেন রোহিনি নিলেকানি ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা রোহিনি নিলেকানি। ২০২৩ অর্থবছরে ১৭০ কোটি রুপি দান করে সেরা দশ দানশীল ব্যক্তি এবং যাঁরা ব্যক্তিগত সম্পদ থেকে দান করে তাঁদের তালিকাতেও তিনি স্থান করে নিয়েছেন।
এডেলগিভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাগমা মুল্লা আমেরিকার ব্যবসায়িক সাময়িকী ফোর্বসকে বলেন, ‘নারী দাতারা সাধারণত নীরবেই থাকেন। রোহিনি তাঁদের জন্য বিশাল এক রোল মডেল। একসময় দাতাদের তালিকায় শুধু তিনিই থাকতেন। এখন এ তালিকায় সাতজন নারীর নাম রয়েছে।’
ভারতীয় বহুজাতিক প্রকৌশল সংস্থা থারম্যাক্সের প্রতিষ্ঠাতা অনু আগা ও তাঁর পরিবার ২৩ কোটি রুপি দান করেছে। একইভাবে দান করেছেন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএসভির প্রতিষ্ঠাতা লিনা গান্ধী তিওয়ারি।
অনলাইন স্টক বাণিজ্য প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিথিন ও নিখিল কামাথ মূলত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে কাজ করে এমন সব সংস্থাকে ১১০ কোটি রুপি দান করেছেন। চলতি বছর নিজের অর্ধেক সম্পদ দান করার অঙ্গীকার করেছেন নিখিল কামাথ। তিনি এ তালিকার কনিষ্ঠ দাতা।
গতকাল বৃহস্পতিবার এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২৩ প্রকাশ করে। এ প্রতিষ্ঠানটি দাতব্য, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন গোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ভারতের বিভিন্ন পরিবার ও ব্যক্তির তালিকা করে।
ভারতের শীর্ষ দানশীল ব্যক্তি শিব নাদার। বহুজাতিক তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা এইচসিএলের সহপ্রতিষ্ঠাতা তিনি। ২০২৩ অর্থবছরে প্রায় ২ হাজার ৪২ কোটি রুপি (২ হাজার ৭১৩ কোটি টাকা) দান করেছেন। সে হিসাবে তিনি দৈনিক দান করেছেন প্রায় ৫ দশমিক ৬ কোটি রুপি (৭ দশমিক ৪ কোটি টাকা)।
চলতি বছরের বার্ষিক এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি তালিকায় শীর্ষে উঠে এসেছেন নাদার। তিনি মূলত শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক খাতে দান করেন।
এ বছরের সেরা দানশীল ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ২৪ জন। সেরা দশে শিব নাদার ছাড়াও রয়েছেন আজিম প্রেমজি, নন্দন নিলেকানি, রোহিনি নিলেকানি, নিথিন ও নিখিল কামাথ, সুব্রত বাগচী ও সুস্মিতা এবং এএম নায়েক।
নাদারের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন আজিম প্রেমজি। তিনি বহুজাতিক তথ্যপ্রযুক্তিবিষয়ক পরামর্শক সংস্থা উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০২৩ অর্থবছরে তিনি ১ হাজার ৭৭৪ কোটি রুপি (২ হাজার ৩৬০ কোটি টাকা) দান করেছেন।
ভারতের শীর্ষস্থানীয় দানশীল ব্যক্তিদের মধ্যে সাতজনই নারী। এই নারীদের মধ্যে শীর্ষে রয়েছেন রোহিনি নিলেকানি ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা রোহিনি নিলেকানি। ২০২৩ অর্থবছরে ১৭০ কোটি রুপি দান করে সেরা দশ দানশীল ব্যক্তি এবং যাঁরা ব্যক্তিগত সম্পদ থেকে দান করে তাঁদের তালিকাতেও তিনি স্থান করে নিয়েছেন।
এডেলগিভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাগমা মুল্লা আমেরিকার ব্যবসায়িক সাময়িকী ফোর্বসকে বলেন, ‘নারী দাতারা সাধারণত নীরবেই থাকেন। রোহিনি তাঁদের জন্য বিশাল এক রোল মডেল। একসময় দাতাদের তালিকায় শুধু তিনিই থাকতেন। এখন এ তালিকায় সাতজন নারীর নাম রয়েছে।’
ভারতীয় বহুজাতিক প্রকৌশল সংস্থা থারম্যাক্সের প্রতিষ্ঠাতা অনু আগা ও তাঁর পরিবার ২৩ কোটি রুপি দান করেছে। একইভাবে দান করেছেন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএসভির প্রতিষ্ঠাতা লিনা গান্ধী তিওয়ারি।
অনলাইন স্টক বাণিজ্য প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিথিন ও নিখিল কামাথ মূলত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে কাজ করে এমন সব সংস্থাকে ১১০ কোটি রুপি দান করেছেন। চলতি বছর নিজের অর্ধেক সম্পদ দান করার অঙ্গীকার করেছেন নিখিল কামাথ। তিনি এ তালিকার কনিষ্ঠ দাতা।
গতকাল বৃহস্পতিবার এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২৩ প্রকাশ করে। এ প্রতিষ্ঠানটি দাতব্য, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন গোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ভারতের বিভিন্ন পরিবার ও ব্যক্তির তালিকা করে।
ভারতীয় ভোটার ও আধার কার্ড ২৮ বছর বয়সী শান্তা পেলেন কীভাবে, তা খতিয়ে দেখছেন পুলিশের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁর বন্ধু বাংলাদেশি নাগরিক সুমন চন্দ্রশীলের বিষয়েও তদন্ত করা হচ্ছে; যাঁর নাম জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে। অর্থের বিনিময়ে অন্য কোনো দেশে শান্তা তথ্য সরবরাহ করেছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে
১ ঘণ্টা আগেভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় আরেক যাত্রী তাঁকে চড় মারেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, আতঙ্কিত হওয়া ব্যক্তির পরিবার তাঁকে শনাক্ত করে এবং জানায় যে তিনি নিখোঁজ।
১ ঘণ্টা আগেগাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
৪ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে