কলকাতা প্রতিনিধি
ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন কংগ্রেসের সাবেক নেতা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ার। হাঁটবেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর পাশে। মহারাষ্ট্রের বর্ষীয়ান এই নেতা নিজেই আজ সোমবার এই ঘোষণা দিয়েছেন।
শারদ পাওয়ারের মতে, দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মতাদর্শের লোককে সংঘবদ্ধ করার জন্যই পদযাত্রায় নেমেছেন রাহুল গান্ধী। তাই তিনি এনসিপি দলের নেতা হয়েও কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেবেন। এক সময় রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর সঙ্গে মতবিরোধে জড়িয়ে কংগ্রেস ছেড়েছিলেন শারদ পাওয়ার। পরে অন্যদের সঙ্গে হাত মিলিয়ে গঠন করেছিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। সেই শারদই আগামী ৭ নভেম্বর কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে প্রবেশ করলে তাতে অংশ নেবেন।
গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। ১৫০ দিনে ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে কাশ্মীর পৌঁছানোর কথা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের। এরই মধ্যে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক পার করে পদযাত্রা এখন অন্ধ্রপ্রদেশে। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শশী থারুরসহ আরও অনেকেই অংশ নিয়েছেন এই পদযাত্রায়।
এদিকে, পদযাত্রা চলাকালেই নতুন করে বিপত্তি দেখা দিয়েছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত দাতব্য প্রতিষ্ঠানে বিদেশি অনুদান বন্ধের সরকারি নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়ে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টে বিদেশি মুদ্রায় অনুদান গ্রহণের অনুমতি বাতিল করে দিয়েছে। তাই সংস্থা দুটি কোনো বৈদেশিক অনুদান নিতে পারবে না। এই দুই সংস্থারই শীর্ষে রয়েছেন সোনিয়া গান্ধী। সংস্থা দুটি উত্তর প্রদেশসহ বিভিন্ন জায়গায় জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত।
অপরদিকে, সংস্থা দুটি বন্ধ করার জন্য বিজেপির প্রতিহিংসার রাজনীতিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর মতে, বেকারত্ব বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি থেকে মানুষের দৃষ্টি ঘোড়াতেই গান্ধী পরিবারের নামে কুৎসা রটাতে ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি। তবে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, ‘চীনা দূতাবাস থেকে অনুদান গ্রহণ করলেও সংস্থা দুটি অনুদান গ্রহণের কোনো কারণ দেখাতে পারেনি। দেশবাসী জানতে চায় কেন তাঁরা চীনা দূতাবাস থেকে অর্থ নিয়েছিল।’
ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন কংগ্রেসের সাবেক নেতা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ার। হাঁটবেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর পাশে। মহারাষ্ট্রের বর্ষীয়ান এই নেতা নিজেই আজ সোমবার এই ঘোষণা দিয়েছেন।
শারদ পাওয়ারের মতে, দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মতাদর্শের লোককে সংঘবদ্ধ করার জন্যই পদযাত্রায় নেমেছেন রাহুল গান্ধী। তাই তিনি এনসিপি দলের নেতা হয়েও কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেবেন। এক সময় রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর সঙ্গে মতবিরোধে জড়িয়ে কংগ্রেস ছেড়েছিলেন শারদ পাওয়ার। পরে অন্যদের সঙ্গে হাত মিলিয়ে গঠন করেছিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। সেই শারদই আগামী ৭ নভেম্বর কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে প্রবেশ করলে তাতে অংশ নেবেন।
গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। ১৫০ দিনে ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে কাশ্মীর পৌঁছানোর কথা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের। এরই মধ্যে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক পার করে পদযাত্রা এখন অন্ধ্রপ্রদেশে। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শশী থারুরসহ আরও অনেকেই অংশ নিয়েছেন এই পদযাত্রায়।
এদিকে, পদযাত্রা চলাকালেই নতুন করে বিপত্তি দেখা দিয়েছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত দাতব্য প্রতিষ্ঠানে বিদেশি অনুদান বন্ধের সরকারি নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়ে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টে বিদেশি মুদ্রায় অনুদান গ্রহণের অনুমতি বাতিল করে দিয়েছে। তাই সংস্থা দুটি কোনো বৈদেশিক অনুদান নিতে পারবে না। এই দুই সংস্থারই শীর্ষে রয়েছেন সোনিয়া গান্ধী। সংস্থা দুটি উত্তর প্রদেশসহ বিভিন্ন জায়গায় জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত।
অপরদিকে, সংস্থা দুটি বন্ধ করার জন্য বিজেপির প্রতিহিংসার রাজনীতিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর মতে, বেকারত্ব বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি থেকে মানুষের দৃষ্টি ঘোড়াতেই গান্ধী পরিবারের নামে কুৎসা রটাতে ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি। তবে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, ‘চীনা দূতাবাস থেকে অনুদান গ্রহণ করলেও সংস্থা দুটি অনুদান গ্রহণের কোনো কারণ দেখাতে পারেনি। দেশবাসী জানতে চায় কেন তাঁরা চীনা দূতাবাস থেকে অর্থ নিয়েছিল।’
জর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।
৪৩ মিনিট আগেবৈবাহিক জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেট বলেন, ‘ওর নির্যাতনে মাঝেমধ্যেই ঘুম ভেঙে যেত। চোখ খুলে দেখতাম ও আমার শরীরের ওপর। মাঝে মাঝে দাঁতে দাঁত চেপে সয়ে যেতাম। মাঝে মাঝে পারতাম না। ডুকরে কেঁদে উঠতাম। বেশির ভাগ সময়ই তাতেও ও থামত না। তবে মাঝে মাঝে থামত। কিন্তু তারপর ওর মেজাজ খুব খারাপ থাকত।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ছেড়ে যুক্তরাজ্যে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন জনপ্রিয় মার্কিন তারকা এলেন ডিজেনেরাস। বহুদিন ধরেই এ কথা শোনা গেলেও এবার নিজেই এর সত্যতা নিশ্চিত করলেন এই তারকা।
২ ঘণ্টা আগেভারতের মুম্বাইয়ে ২০০৬ সালের ট্রেন বিস্ফোরণে ১৮৯ জন নিহত ও ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়। সেই ঘটনার পর ১৯ বছর পর বোম্বে হাইকোর্ট সেই হামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ১২ জনকেই খালাস দিয়েছে। ২০১৫ সালে মুম্বাইয়ের একটি আদালত এই ১২ জনকে দোষী সাব্যস্ত করে।
৩ ঘণ্টা আগে