Ajker Patrika

নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমিয়ে ভোট টানার চেষ্টা মোদির 

ডয়চে ভেলে
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১২: ৩৮
Thumbnail image

আন্তর্জাতিক নারী দিবসে নারী ভোটারদের মন জয়ের চেষ্টায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ১০০ রুপি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এ ঘোষণা দেন মোদি।

এক্সে শেয়ার করা টুইটে মোদি লিখেছেন, ‘আজ নারী দিবস। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ রুপি কম করা হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি নারী উপকৃত হবেন। আমাদের নারীশক্তি উপকৃত হবে।’ 

মোদি তাঁর টুইটে আরও বলেছেন, ‘রান্নার গ্যাসকে আরও মানুষের সাধ্যের আওতায় এনে আমরা পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি। এর ফলে পরিবেশও ভালো হবে। আর এটা হলো নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দায়বদ্ধতার পরিচয়। তাদের জীবনযাত্রা আরও সহজ করার প্রচেষ্টা।’

এর আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে রান্নার গ্যাসের দাম ২০০ রুপি কমিয়েছিল মোদি সরকার। কমানোর পর গ্যাসের সিলিন্ডারের দাম হয় ৯০০ টাকা। এখন ১০০ টাকা কমানোর পর দাম হবে ৮০০ টাকা। এ ছাড়া গরিবদের জন্য ‘উজ্জ্বলা যোজনায়’ সিলিন্ডারপ্রতি আরও ৩০০ রুপি ভর্তুকি দেওয়ার কথাও গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছিল বিজেপি সরকারে তরফ থেকে।

বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নারীরা একসময় কংগ্রেসের সমর্থক ছিলেন। কিন্তু তাঁরা এখন আগের তুলনায় অনেক বেশি করে মোদিকে সমর্থন করছেন। কারণ, মোদি নারীকল্যাণের দিকে নজর দিয়েছেন বলে তাদের অভিমত। নারীরা ঘরে বসে টাকা পাচ্ছেন, পানি পাচ্ছেন, রান্নার গ্যাসের সংযোগ পাচ্ছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দিরা গান্ধীর জন্য ভারতীয় নারীরা কংগ্রেসকে সমর্থন করেছেন। তিনি ছিলেন নারীদের রোল মডেল। আর বিজেপির পরিচিতি ছিল পুরুষপ্রধান দল হিসেবে। সেখান থেকে মোদির জন্য নারীদের ধারণার পরিবর্তন ঘটেছে। তবে বিজেপি লোকসভা নির্বাচনের যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে মাত্র ১৩ শতাংশ নারীকে প্রার্থী করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত