Ajker Patrika

১২ ঘণ্টা কাজের আইন বাতিল করল তামিলনাড়ু সরকার

আপডেট : ০২ মে ২০২৩, ১১: ১১
১২ ঘণ্টা কাজের আইন বাতিল করল তামিলনাড়ু সরকার

ভারতের তামিলনাড়ু রাজ্যে মে দিবসে কারখানা শ্রমিকদের জন্য সুখবর দিল সরকার। এখন থেকে দিনে ১২ ঘণ্টা নয়, ৮ ঘণ্টা কাজ করলেই হবে রাজ্যের শ্রমিকদের। সোমবার মে দিবসের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত মাসে শ্রমিকদের কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করে আইন পাস করেছিল রাজ্য মন্ত্রিসভা। বিরোধী ও শ্রমিকদের চাপের মুখে আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

এম কে স্ট্যালিন এক অনুষ্ঠানে বলেন, ‘আইন প্রত্যাহার করে নিতে সৎসাহস লাগে। আমি গর্বের সঙ্গে শ্রম আইন প্রত্যাহার করে নিচ্ছি। আমরা কখনই শ্রমিকদের বিপক্ষে নই। তাই শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদকে গুরুত্ব দিয়ে আইন প্রত্যাহার করা হলো।’

রাজ্যে বিনিয়োগ বাড়াতে নতুন এই শ্রম আইন পাসের প্রয়োজন ছিল বলে যুক্তি দিয়েছিল তামিলনাড়ু সরকার। মন্ত্রিসভা জানিয়েছিল, এই আইনের জেরে সপ্তাহে মাত্র চার দিন শ্রমিকদের কাজ করতে হবে। বাকি তিন দিন ছুটি থাকবে। প্রথম থেকেই এ আইনের বিরোধিতা করে আসছিল শ্রমিক সংগঠনগুলো।

চলতি মাসেই কণ্ঠভোটে পাস হয়েছিল ১২ ঘণ্টা কাজের আইন। তবে বিধানসভা থেকে ওয়াকআউট করেছিল কংগ্রেস ও বাম দলগুলো। ফলে নতুন শ্রম আইন পাস হয়ে গেলেও তা কার্যকর করতে পারেনি তামিলনাড়ু সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত