অনলাইন ডেস্ক
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় ভূমিধসের কারণে টানেলে আটকে পড়াদের উদ্ধারকাজ গড়িয়েছে ১৩তম দিনে। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ ধাপে রয়েছে। শিগগিরই আটকে পড়াদের উদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উদ্ধারের পর আটকে পড়াদের হাসপাতালে নিতে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাত নাগাদ আটকে পড়া শ্রমিকদের থেকে মাত্র ১০ মিটার দূরে ছিল উদ্ধারকারী বাহিনী। উদ্ধারকারীরা আশা করছেন, শিগগিরই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
উদ্ধারকারী দল জানিয়েছে, তারা ধ্বংসস্তূপ সরিয়ে সেখান দিয়ে বড় ব্যাসের পাইপ বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ড্রিলিং কাজ চলছে। কাজ করছে অগার মেশিনও। এই মেশিন কোনো বাধা না পেলে ঘণ্টায় তিন মিটার মাটি খুঁড়তে পারে। তবে মধ্যরাতের দিকে অগার মেশিনটি একটি স্টিলের বস্তুর সঙ্গে বাধা পায়। পরে মেটাল কাটার ব্যবহার করে উদ্ধারকাজ চালু রাখা হয়।
তবে আটকে পড়া ৪১ শ্রমিককে কেবল উদ্ধার করে আনাই শেষ কাজ নয়, ওই ৪১ জন বিগত ১২ দিন ধরে আটকে রয়েছেন টানেলে। এই সময়ের মধ্যে তাঁরা ভালোমতো খাবার-পানি পাননি। বাইরের তুলনায় ভেতরের তাপমাত্রার পার্থক্যও বেশ। এ ছাড়া তাঁদের মানসিক পরিস্থিতি কেমন তাও অজানা। সব মিলিয়ে উদ্ধারকাজ শেষ হলেও ওই ৪১ জন শ্রমিকের উদ্ধার-পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ খুবই জরুরি। তাই তাঁদের হাসপাতালে নিতে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।
গত ১২ নভেম্বর সকালে ব্রহ্মখাল-য়ামুনোত্রী মহাসড়কে নির্মাণাধীন টানেলে এই ধসের ঘটনা ঘটে। তারপর থেকেই শ্রমিকদের উদ্ধারে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে এগিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কিন্তু এখনো তাঁদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ক্যামেরায় ধরা পড়েছে ৪১ জন শ্রমিকের আতঙ্কিত চেহারা। তাঁরা এখনো জীবিত আছেন। ব্রহ্মখাল-য়ামুনোত্রী মহাসড়কে অবস্থিত এই টানেলের দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে এই টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় ভূমিধসের কারণে টানেলে আটকে পড়াদের উদ্ধারকাজ গড়িয়েছে ১৩তম দিনে। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ ধাপে রয়েছে। শিগগিরই আটকে পড়াদের উদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উদ্ধারের পর আটকে পড়াদের হাসপাতালে নিতে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাত নাগাদ আটকে পড়া শ্রমিকদের থেকে মাত্র ১০ মিটার দূরে ছিল উদ্ধারকারী বাহিনী। উদ্ধারকারীরা আশা করছেন, শিগগিরই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
উদ্ধারকারী দল জানিয়েছে, তারা ধ্বংসস্তূপ সরিয়ে সেখান দিয়ে বড় ব্যাসের পাইপ বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ড্রিলিং কাজ চলছে। কাজ করছে অগার মেশিনও। এই মেশিন কোনো বাধা না পেলে ঘণ্টায় তিন মিটার মাটি খুঁড়তে পারে। তবে মধ্যরাতের দিকে অগার মেশিনটি একটি স্টিলের বস্তুর সঙ্গে বাধা পায়। পরে মেটাল কাটার ব্যবহার করে উদ্ধারকাজ চালু রাখা হয়।
তবে আটকে পড়া ৪১ শ্রমিককে কেবল উদ্ধার করে আনাই শেষ কাজ নয়, ওই ৪১ জন বিগত ১২ দিন ধরে আটকে রয়েছেন টানেলে। এই সময়ের মধ্যে তাঁরা ভালোমতো খাবার-পানি পাননি। বাইরের তুলনায় ভেতরের তাপমাত্রার পার্থক্যও বেশ। এ ছাড়া তাঁদের মানসিক পরিস্থিতি কেমন তাও অজানা। সব মিলিয়ে উদ্ধারকাজ শেষ হলেও ওই ৪১ জন শ্রমিকের উদ্ধার-পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ খুবই জরুরি। তাই তাঁদের হাসপাতালে নিতে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স।
গত ১২ নভেম্বর সকালে ব্রহ্মখাল-য়ামুনোত্রী মহাসড়কে নির্মাণাধীন টানেলে এই ধসের ঘটনা ঘটে। তারপর থেকেই শ্রমিকদের উদ্ধারে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে এগিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কিন্তু এখনো তাঁদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ক্যামেরায় ধরা পড়েছে ৪১ জন শ্রমিকের আতঙ্কিত চেহারা। তাঁরা এখনো জীবিত আছেন। ব্রহ্মখাল-য়ামুনোত্রী মহাসড়কে অবস্থিত এই টানেলের দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে এই টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিমানবন্দরে পানির বোতল, শাওয়ার জেলের টিউব বা ফেস ক্রিমের কৌটা বাজেয়াপ্ত করা একটি সাধারণ দৃশ্য। কিন্তু দক্ষিণ কোরিয়ার ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কিমচি’ নামে দেশটির জনপ্রিয় একটি খাবার আটকাতে বছরজুড়ে ব্যস্ত ছিলেন নিরাপত্তা কর্মকর্তারা।
১ ঘণ্টা আগেগ্রিসের জনপ্রিয় পর্যটন এলাকা সান্তোরিনি দ্বীপে একের পর এক ভূমিকম্পের ঘটনায় দ্বীপ ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে সেখানকার হাজার হাজার বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রোববার থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ ফেরিতে দ্বীপ ছেড়েছে। এ ছাড়া আজ মঙ্গলবারও জরুরি
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ডিপসিক-এর জনপ্রিয়তা বাড়লেও এটি ব্যবহার করলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন মার্কিন নাগরিকেরা। কারণ নতুন একটি বিলের প্রস্তাবে বলা হয়েছে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে সহায়তা করলে...
২ ঘণ্টা আগেসুইডেনের মধ্যাঞ্চলের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে