Ajker Patrika

নিজের সম্পত্তি রাহুল গান্ধীর নামে লিখে দিলেন বৃদ্ধা 

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

নিজের যাবতীয় সম্পত্তি রাহুল গান্ধীর নামে লিখে দিয়েছেন এক বৃদ্ধা। তার নাম পুষ্পা মঞ্জিয়াল (৭৮)। তার সম্পদের পরিমান আনুমানিক ৫০ লাখ টাকা। এছাড়া তিনি তার ১০ ভরি স্বর্ণালংকার দানের ইচ্ছাপত্রের কথা আদালতে জানিয়েছেন। 

ভারতের হিমাচল প্রদেশের দেরাদুন শহরের এই বৃদ্ধা বলেন, ‘রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধী দেশের সংহতির জন্য জীবন উৎসর্গ করেছেন। তার মা সনিয়া এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদরাও ভারতের ঐক্যের জন্য কাজ করে চলেছেন। দেশের ঐক্য ও সংহতির জন্য রাহুলের মতো নেতাই দরকার।’ 

হিমাচলের সাবেক কংগ্রেস সভাপতি প্রিতম সিং-এর বাড়িতে তিনি তাঁর ইচ্ছাপত্র দেরাদুন শহর কংগ্রেসের সভাপতি লালচাঁদ শর্মার হাতে তুলে দেন। কংগ্রেসি আদর্শে অনুপ্রাণিত পুষ্পার এই উপহার পেয়ে হিমাচলের কংগ্রেস নেতারা আনন্দিত। সামাজিক গণমাধ্যমে বৃদ্ধার এই ইচ্ছাপত্রের খবর গুরুত্ব সহকারে প্রচার করছেন কংগ্রেস নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত