Ajker Patrika

কিশোরী ও তার দাদিকে ধর্ষণ, দুই ভাই গ্রেপ্তার 

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২৩: ১৬
কিশোরী ও তার দাদিকে ধর্ষণ, দুই ভাই গ্রেপ্তার 

কিশোরী চাচাতো বোন ও ৬৫ বছর বয়সী দাদিকে ধর্ষণের ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীর বয়স ১৬ বছর বলে জানিয়েছে মধ্যপ্রদেশের পুলিশ। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে জব্বলপুর পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

জব্বলপুরের অতিরিক্ত পুলিশ সুপার দিলীপ সিন্ধে জানিয়েছেন, আটক ওই দুই ভাইয়ের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। কয়েক দিন আগে, ধর্ষণের পর দুই ভাই মিলে ওই কিশোরীকে মারাত্মকভাবে পিটিয়ে জখম করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সর্বশেষ গত ২০ আগস্ট ওই কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 
 
আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দলিত ওই কিশোরী মুম্বাই থেকে জব্বলপুর এসেছিল রাখি বন্ধনে অংশ নিতে এবং এখানে এসেই সে ধর্ষণের শিকার হয়। সে যেহেতু অবিবাহিতা তাই তাকে দাফন করা হয়েছে। যাই হোক, ওই কিশোরীর বাবা তাঁর দুই ভাতিজার ওপর সন্দেহ হলে তিনি রাঁনঝি পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেন।’ 

ওই কিশোরীর দাদি পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তরা তাঁকেও ধর্ষণ করেছে। তিনি বলেছেন, ওই দুজন তাঁর নাতনিকে ধর্ষণকালে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও ধর্ষণ করা হয়। 

ওই কিশোরীর অবস্থা বিষয়ে এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে মেয়েটির পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত