ভারতীয় জনপ্রিয় খাবার বাটার চিকেন ও ডাল মাখানি। এই দুই পদের উদ্ভাবকের শিরোপা জেতার লড়াই গড়িয়েছে দিল্লি হাইকোর্টে। দিল্লির দ্য মতিমহল ও দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মধ্যে ‘বাটার চিকেন ও ডাল মাখানির উদ্ভাবক’ ট্যাগলাইন নিয়ে আইনি লড়াই চলছে।
দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিকদের বিরুদ্ধে মামলা করেছে মতিমহল। তাদের দাবি, এ ধরনের ট্যাগলাইন ব্যবহার করে তাঁরা মানুষকে বিভ্রান্ত করছে। এতে মনে হচ্ছে যেন দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে।
বার অ্যান্ড বেঞ্চের মতে, মামলায় দাবি করা হয়েছে যে, দরিয়াগঞ্জ মতিমহলের সঙ্গে একটি মিথ্যা সম্পর্ক দেখাচ্ছে। মতিমহলের প্রথম শাখা দরিয়াগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছিল।
মামলার শুনানিতে বিচারপতি সঞ্জিব নারুলা দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিককে এক মাসের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলেছেন। দুই রেস্তোরাঁই বহু বছর ধরে দাবি করে আসছে, তারাই বাটার চিকেন ও ডাল মাখানি উদ্ভাবন করেছে।
মতিমহলের দাবি, রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা কুন্দল লাল গুজরাল প্রথম এ খাবারগুলো তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন এবং তাঁর রন্ধন শৈলীর গুণেই এ খাবারগুলো বিশ্বজুড়ে ভারতীয় খাবারের অপর নাম হয়ে উঠেছে। অবিক্রীত তন্দুরি মুরগি যেন শুকিয়ে না যায় সে জন্য অভিনব এক ধরনের ঝোল তৈরি করেন গুজরাল। এ থেকেই তৈরি হয় বাটার চিকেন।
এদিকে কুন্দল লাল জাগ্গি এ খাবারগুলো তৈরি করেছেন এমন দাবি করে এ মামলাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দরিয়াগঞ্জ রেস্তোরাঁ।
দরিয়াগঞ্জ রেস্টুরেন্টের পক্ষের উকিল বলেন, আসল মতিমহল রেস্তোরাঁটি পাকিস্তানের পেশোয়ারে উভয় পক্ষের পূর্বসূরিদের—মতিমহলের গুজরাল ও দরিয়াগঞ্জের জাগ্গি—যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল।
আগামী ২৯ মে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তত দিন পর্যন্ত ‘কে করেছে বাটার চিকেন আর ডাল মাখানির আবিষ্কার’—এ বিতর্ক চলতে থাকুক!
ভারতীয় জনপ্রিয় খাবার বাটার চিকেন ও ডাল মাখানি। এই দুই পদের উদ্ভাবকের শিরোপা জেতার লড়াই গড়িয়েছে দিল্লি হাইকোর্টে। দিল্লির দ্য মতিমহল ও দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মধ্যে ‘বাটার চিকেন ও ডাল মাখানির উদ্ভাবক’ ট্যাগলাইন নিয়ে আইনি লড়াই চলছে।
দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিকদের বিরুদ্ধে মামলা করেছে মতিমহল। তাদের দাবি, এ ধরনের ট্যাগলাইন ব্যবহার করে তাঁরা মানুষকে বিভ্রান্ত করছে। এতে মনে হচ্ছে যেন দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে।
বার অ্যান্ড বেঞ্চের মতে, মামলায় দাবি করা হয়েছে যে, দরিয়াগঞ্জ মতিমহলের সঙ্গে একটি মিথ্যা সম্পর্ক দেখাচ্ছে। মতিমহলের প্রথম শাখা দরিয়াগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছিল।
মামলার শুনানিতে বিচারপতি সঞ্জিব নারুলা দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিককে এক মাসের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলেছেন। দুই রেস্তোরাঁই বহু বছর ধরে দাবি করে আসছে, তারাই বাটার চিকেন ও ডাল মাখানি উদ্ভাবন করেছে।
মতিমহলের দাবি, রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা কুন্দল লাল গুজরাল প্রথম এ খাবারগুলো তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন এবং তাঁর রন্ধন শৈলীর গুণেই এ খাবারগুলো বিশ্বজুড়ে ভারতীয় খাবারের অপর নাম হয়ে উঠেছে। অবিক্রীত তন্দুরি মুরগি যেন শুকিয়ে না যায় সে জন্য অভিনব এক ধরনের ঝোল তৈরি করেন গুজরাল। এ থেকেই তৈরি হয় বাটার চিকেন।
এদিকে কুন্দল লাল জাগ্গি এ খাবারগুলো তৈরি করেছেন এমন দাবি করে এ মামলাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দরিয়াগঞ্জ রেস্তোরাঁ।
দরিয়াগঞ্জ রেস্টুরেন্টের পক্ষের উকিল বলেন, আসল মতিমহল রেস্তোরাঁটি পাকিস্তানের পেশোয়ারে উভয় পক্ষের পূর্বসূরিদের—মতিমহলের গুজরাল ও দরিয়াগঞ্জের জাগ্গি—যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল।
আগামী ২৯ মে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তত দিন পর্যন্ত ‘কে করেছে বাটার চিকেন আর ডাল মাখানির আবিষ্কার’—এ বিতর্ক চলতে থাকুক!
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৭ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
৯ ঘণ্টা আগে