Ajker Patrika

পাঞ্জাবে গুরুত্ব পাচ্ছে না বিজেপি, উত্তর প্রদেশে নড়বড়ে কংগ্রেস

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ১২
পাঞ্জাবে গুরুত্ব পাচ্ছে না বিজেপি, উত্তর প্রদেশে নড়বড়ে কংগ্রেস

আগামী রোববার ভারতের কংগ্রেস শাসিত পাঞ্জাব রাজ্যের ১১৭ আসনে ভোটগ্রহণ। পাঞ্জাবের ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেস। ভোটে কংগ্রেসের মূল প্রতিপক্ষ আম আদমি পার্টি। বিজেপি সেখানে সুবিধা করতে পারবে না বলে ধারণা সংশ্লিষ্টদের। এদিকে আগামী রোববার ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশেও ভোট। তৃতীয় দফায় ভোট হবে উত্তর প্রদেশের ৫৯ কেন্দ্রে। 

পাঞ্জাবে আশা কম থাকলেও উত্তর প্রদেশে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। উত্তর প্রদেশে মূল লড়াই হবে বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির। কংগ্রেস লড়াইয়ের ময়দানে থাকলেও তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না কোনো পক্ষই। 

উল্লেখ্য, চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো—গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও মণিপুর। এরই মধ্যে কয়েক দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে জয় পেতে চেষ্টার কমতি রাখছে না দলগুলো। 

নিজেদের দলীয় কোন্দল নিয়ে বিপাকে রয়েছে কংগ্রেস। ভোটে জিতলে দলিতদের উন্নয়ন আর স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। অন্যদিকে বিজেপি কংগ্রেসের অপশাসন তুলে ধরছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে আম আদমি পার্টি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, উত্তর প্রদেশে উন্নয়নের হাত ধরে ফের বিজেপির সরকার হবে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরার পাল্টা দাবি, ভারতবাসী বিজেপির হাত থেকে মুক্তি চাইছেন। সমাজবাদী পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, বিজেপির বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত