Ajker Patrika

অর্থমন্ত্রী হয়েই কর বাড়ানোর ইঙ্গিত জেরেমি হান্টের 

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০: ৪৫
অর্থমন্ত্রী হয়েই কর বাড়ানোর ইঙ্গিত জেরেমি হান্টের 

এক দিন আগেই ব্রিটেনের চ্যান্সেলর অব এক্সচেকার বা অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কর বৃদ্ধির বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার এই সতর্কবার্তা দেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কর বৃদ্ধির কারণ হিসেবে জেরেমি হান্ট বলেছেন, ‘জনগণকে বাজেট দায়বদ্ধতা বিষয়ে আস্থায় না এনেই অতিরিক্ত করের অর্থ বাজেটে যোগ হবে এমন ভবিষ্যদ্বাণী করা একটি ভুল ছিল এবং প্রধানমন্ত্রী তা স্বীকারও করে নিয়েছেন। আর তাই আমি এখানে।’

কর বাড়ানোর পরিকল্পনা এবং তা থেকে সরে এসে আবারও আগের অবস্থানেই ফিরে এসেও আগের মতোই বাজেটের আকার বজায় রাখা একটি বিপর্যয়কর বাজেটের জন্ম দিতে যাচ্ছিল এবং এ বিষয়ে তাঁর পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেংয়ের করা ‘ভুল’ স্বীকার করে জেরেমি হান্ট বলেছেন, ‘এ জন্য প্রধানমন্ত্রী লিজ ট্রাস এখনো ক্ষমতা হারানোর হুমকিতে রয়েছেন।’

ব্রিটিশ অর্থমন্ত্রী দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেছেন, তাঁর পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেং এবং ট্রাস প্রাথমিকভাবে উচ্চ আয়ের মানুষের জন্য কর কমাতে চেয়েছিলেন এবং অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি থেকে বাজেট বিষয়ে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই তাঁদের বাজেট পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।

ব্রিটিশ অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়ে বলেছেন, এ দুটো ভুলের কারণে দেশটি রাজনৈতিক বিশৃঙ্খলা এবং টালমাটাল বাজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি এ জন্য ট্রাসের ক্ষমতায় টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত এরই প্রেক্ষাপটে আগের পরিকল্পনা বাদ দিয়ে কর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত