Ajker Patrika

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভকে অপসারণের ঘোষণা জেলেনস্কির

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৮
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভকে অপসারণের ঘোষণা জেলেনস্কির

ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে থাকা ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে অপসারণের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি এ ঘোষণা দেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রেজনিকভকে সরিয়ে ইউক্রেনের বেসরকারিকরণ তহবিলের পরিচালক রুস্তেম উমেরভকে নিয়োগ দিতে এ সপ্তাহেই পার্লামেন্টে প্রস্তাব তুলবেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। 

নৈশ ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছি। যুদ্ধের সময়ে ওলেকসি রেজনিকভ ৫৫০ দিনের বেশি এ দায়িত্বে ছিলেন। আমি মনে করি, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানো দরকার, যাতে সামরিক ও সামাজিক ক্ষেত্রে নতুন মিথষ্ক্রিয়া সৃষ্টি হয়।’

২০২১ সালের নভেম্বরে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন রেজনিকভ। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের বিলিয়ন ডলারের অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় রেজনিকভকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উমেরভকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিতে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। তবে ইউক্রেনের পার্লামেন্ট ভারখোভনা রাদায় অধিকাংশ আইনপ্রণেতাই রেজনিকভের অপসারণের পক্ষে রায় দেবেন বলে ধারণা করা হচ্ছে। ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, উমেরভ সফলভাবে দায়িত্ব নেবেন বলে তিনি আশাবাদী।

পার্লামেন্টের সাবেক সদস্য ৪১ বছর বয়সী উমেরভ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের পরিচালকের দায়িত্বে আছেন। কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহণের জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় রাশিয়ার সঙ্গে চুক্তির মতো গুরুত্বপূর্ণ দর কষাকষিতে তাঁর বড় ভূমিকা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত