Ajker Patrika

ফিলিস্তিনপন্থী সংগঠনের প্রতি সমর্থন, লন্ডনে গ্রেপ্তার ২০

অনলাইন ডেস্ক
লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে গতকাল শনিবার প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত
লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে গতকাল শনিবার প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে লন্ডনে ২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার লন্ডনে পার্লামেন্ট স্কয়ার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে সম্প্রতি এক বিমানঘাঁটিতে ঢুকে দুটি বিমান ক্ষতিগ্রস্ত করেন প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যরা। এর প্রতিক্রিয়ায় গত মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার।

গত শুক্রবার গভীর রাতে ব্রিটিশ পার্লামেন্টে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণার বিপক্ষে আনা জরুরি আপিলও আদালতে খারিজ হয়ে যায়। এরপর মধ্যরাত থেকে সংগঠনটির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই ওই ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনে কোনো নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানো, প্রকাশ্যে অনুমোদন দেওয়া বা তাদের প্রতীক প্রদর্শন করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছর কারাদণ্ড ও জরিমানা।

রয়টার্স জানিয়েছে, সংগঠনটি নিষিদ্ধ করার প্রতিবাদে গতকাল ওয়েস্টমিনস্টারের পার্লামেন্ট স্কয়ারে প্ল্যাকার্ড হাতে জড়ো হন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকেরা।

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে।’

স্কাই নিউজের ভিডিও প্রতিবেদনে দেখা যায়, পার্লামেন্ট স্কয়ারে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্যের পাশ থেকে কয়েকজন সমর্থককে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সমর্থকেরা উচ্চ স্বরে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানাচ্ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত