Ajker Patrika

রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলায় নিহত ২৬ 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০: ৫৪
Thumbnail image

ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। গতকাল শুক্রবার রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক ও খেরসন অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক ও খেরসন অঞ্চলের কিছু অংশে ইউক্রেনীয় বাহিনীর হামলায় গতকাল শুক্রবার ২৬ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। তবে কোন এলাকায় কতজন নিহত এবং কতজন আহত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি অঞ্চল দুটির রুশ কর্তৃপক্ষ। 

রাশিয়ার সেনাবাহিনী ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। এর পর একই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো। এক গণভোটের আয়োজন করে রাশিয়ায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে। যদিও এসব অঞ্চলের কোনোটাই রাশিয়ার পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। 

খেরসনে রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান তথা গভর্নর ভ্লাদিমির সালদো যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। সেখানে ‘বিপুলসংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন।’ 

সালদো রুশ গণমাধ্যমকে জানান, পরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে ইউক্রেনীয় বাহিনীর ছোড়া একটি হিমার্স ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মোট ২২ জন নিহত এবং আরও ১৫ জন আহত হন। সালদো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে ‘বেসামরিক নাগরিকদের জঘন্য হত্যাকাণ্ডের’ নিন্দা করেছেন। 

এর আগে গত শুক্রবার লুহানস্কে রুশ-নিযুক্ত কর্মকর্তারা জানান, পূর্ব অঞ্চলের একই নামের প্রধান শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং আরও ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান লিওনিদ পাসেচনিকের মতে, লুহানস্ক শহরটি শুক্রবার সকালে ‘ব্যাপক’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। 

মস্কো-সমর্থিত অঞ্চলের সরকার টেলিগ্রামে বলেছে, হামলার পর সেখানকার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়ে এবং ‘নিহত চারজন বেসামরিক ব্যক্তির মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে’। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাতালিয়া পাশচেঙ্কো বলেছেন, ৪৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৮ বছর বয়সী এক বালক এবং তিনজন কিশোরও আছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত