রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আয়ের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে। গত শুক্রবার তিনি ঘোষণা করেছেন, ২০২১ সালে তাঁর আয়ের পরিমাণ ছিল ৩৭ লাখ রিভনিয়া। আর পরের বছর ২০২২ সালে জেলেনস্কির আয় বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। জেলেনস্কি বলেছেন, সে বছর তিনি নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় এবং বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে অতিরিক্ত আয় করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট বলেছে, জেলেনস্কি ও তাঁর পরিবারের বেশির ভাগ আয় তাঁর বেতন, ব্যাংক সুদ এবং তাঁর সম্পত্তি থেকে পাওয়া ভাড়া থেকে এসেছে। জেলেনস্কি ও তাঁর পরিবার সরকারি বন্ড বিক্রি থেকে সাড়ে ৭৪ লাখ ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন।
আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের সম্পত্তি বা তাঁর নিজস্ব যানবাহনে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেনি।
জেলেনস্কির পরিবার গত বছরের বিবৃতিতে জানিয়েছিল, ২০২১ সালে ৩৭ লাখ রিভনিয়া আয় করেছিলেন জেলেনস্কি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে তাঁর পারিবারিক আয় ছিল ১ কোটি ৮ লাখ রিভনিয়া।
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আর সে জন্য জেলেনস্কির সরকার নানা শর্ত পূরণ করার চেষ্টা করছে। সম্প্রতি জনগণের কাছে স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাসের চেষ্টা হিসেবে সরকারি কর্মকর্তাদের প্রতি নিজেদের আয়ের হিসাব প্রকাশ করার আহ্বান জানান জেলেনস্কি। তারই অংশ হিসেবে নিজের ও পরিবারের আয়ের হিসাব দিয়েছেন তিনি।
অস্ত্র ও আর্থিক সহায়তা প্রদানকারী পশ্চিমা মিত্রদের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও ইউক্রেনের কাছে দুর্নীতি দূর করার প্রচেষ্টার আশ্বাস চেয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আয়ের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে। গত শুক্রবার তিনি ঘোষণা করেছেন, ২০২১ সালে তাঁর আয়ের পরিমাণ ছিল ৩৭ লাখ রিভনিয়া। আর পরের বছর ২০২২ সালে জেলেনস্কির আয় বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। জেলেনস্কি বলেছেন, সে বছর তিনি নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় এবং বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে অতিরিক্ত আয় করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট বলেছে, জেলেনস্কি ও তাঁর পরিবারের বেশির ভাগ আয় তাঁর বেতন, ব্যাংক সুদ এবং তাঁর সম্পত্তি থেকে পাওয়া ভাড়া থেকে এসেছে। জেলেনস্কি ও তাঁর পরিবার সরকারি বন্ড বিক্রি থেকে সাড়ে ৭৪ লাখ ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন।
আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের সম্পত্তি বা তাঁর নিজস্ব যানবাহনে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেনি।
জেলেনস্কির পরিবার গত বছরের বিবৃতিতে জানিয়েছিল, ২০২১ সালে ৩৭ লাখ রিভনিয়া আয় করেছিলেন জেলেনস্কি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে তাঁর পারিবারিক আয় ছিল ১ কোটি ৮ লাখ রিভনিয়া।
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আর সে জন্য জেলেনস্কির সরকার নানা শর্ত পূরণ করার চেষ্টা করছে। সম্প্রতি জনগণের কাছে স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাসের চেষ্টা হিসেবে সরকারি কর্মকর্তাদের প্রতি নিজেদের আয়ের হিসাব প্রকাশ করার আহ্বান জানান জেলেনস্কি। তারই অংশ হিসেবে নিজের ও পরিবারের আয়ের হিসাব দিয়েছেন তিনি।
অস্ত্র ও আর্থিক সহায়তা প্রদানকারী পশ্চিমা মিত্রদের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও ইউক্রেনের কাছে দুর্নীতি দূর করার প্রচেষ্টার আশ্বাস চেয়েছে।
এই বিরোধ তীব্র হয় ২০০৮ সালে। কম্বোডিয়া বিতর্কিত এলাকার ১১ শতকের একটি মন্দিরকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধন করার চেষ্টা করলে থাইল্যান্ডের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। এর পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকবার সংঘর্ষ হয়েছে, যেখানে উভয় পক্ষের সৈনিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
২ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আসিয়ান সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব...
২ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য।
৩ ঘণ্টা আগেঅবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। গতকাল বুধবার (২৩ জুলাই) তাফরানের কাছে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে