অনলাইন ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আয়ের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে। গত শুক্রবার তিনি ঘোষণা করেছেন, ২০২১ সালে তাঁর আয়ের পরিমাণ ছিল ৩৭ লাখ রিভনিয়া। আর পরের বছর ২০২২ সালে জেলেনস্কির আয় বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। জেলেনস্কি বলেছেন, সে বছর তিনি নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় এবং বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে অতিরিক্ত আয় করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট বলেছে, জেলেনস্কি ও তাঁর পরিবারের বেশির ভাগ আয় তাঁর বেতন, ব্যাংক সুদ এবং তাঁর সম্পত্তি থেকে পাওয়া ভাড়া থেকে এসেছে। জেলেনস্কি ও তাঁর পরিবার সরকারি বন্ড বিক্রি থেকে সাড়ে ৭৪ লাখ ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন।
আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের সম্পত্তি বা তাঁর নিজস্ব যানবাহনে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেনি।
জেলেনস্কির পরিবার গত বছরের বিবৃতিতে জানিয়েছিল, ২০২১ সালে ৩৭ লাখ রিভনিয়া আয় করেছিলেন জেলেনস্কি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে তাঁর পারিবারিক আয় ছিল ১ কোটি ৮ লাখ রিভনিয়া।
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আর সে জন্য জেলেনস্কির সরকার নানা শর্ত পূরণ করার চেষ্টা করছে। সম্প্রতি জনগণের কাছে স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাসের চেষ্টা হিসেবে সরকারি কর্মকর্তাদের প্রতি নিজেদের আয়ের হিসাব প্রকাশ করার আহ্বান জানান জেলেনস্কি। তারই অংশ হিসেবে নিজের ও পরিবারের আয়ের হিসাব দিয়েছেন তিনি।
অস্ত্র ও আর্থিক সহায়তা প্রদানকারী পশ্চিমা মিত্রদের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও ইউক্রেনের কাছে দুর্নীতি দূর করার প্রচেষ্টার আশ্বাস চেয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আয়ের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে। গত শুক্রবার তিনি ঘোষণা করেছেন, ২০২১ সালে তাঁর আয়ের পরিমাণ ছিল ৩৭ লাখ রিভনিয়া। আর পরের বছর ২০২২ সালে জেলেনস্কির আয় বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। জেলেনস্কি বলেছেন, সে বছর তিনি নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় এবং বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে অতিরিক্ত আয় করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট বলেছে, জেলেনস্কি ও তাঁর পরিবারের বেশির ভাগ আয় তাঁর বেতন, ব্যাংক সুদ এবং তাঁর সম্পত্তি থেকে পাওয়া ভাড়া থেকে এসেছে। জেলেনস্কি ও তাঁর পরিবার সরকারি বন্ড বিক্রি থেকে সাড়ে ৭৪ লাখ ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন।
আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের সম্পত্তি বা তাঁর নিজস্ব যানবাহনে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেনি।
জেলেনস্কির পরিবার গত বছরের বিবৃতিতে জানিয়েছিল, ২০২১ সালে ৩৭ লাখ রিভনিয়া আয় করেছিলেন জেলেনস্কি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে তাঁর পারিবারিক আয় ছিল ১ কোটি ৮ লাখ রিভনিয়া।
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আর সে জন্য জেলেনস্কির সরকার নানা শর্ত পূরণ করার চেষ্টা করছে। সম্প্রতি জনগণের কাছে স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাসের চেষ্টা হিসেবে সরকারি কর্মকর্তাদের প্রতি নিজেদের আয়ের হিসাব প্রকাশ করার আহ্বান জানান জেলেনস্কি। তারই অংশ হিসেবে নিজের ও পরিবারের আয়ের হিসাব দিয়েছেন তিনি।
অস্ত্র ও আর্থিক সহায়তা প্রদানকারী পশ্চিমা মিত্রদের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও ইউক্রেনের কাছে দুর্নীতি দূর করার প্রচেষ্টার আশ্বাস চেয়েছে।
গুয়াহাটিতে একটি হোটেলে পর্নো ভিডিও তৈরির অভিযোগে ভারতীয় দুই যুবকসহ এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুই যুবকের নাম শফিকুল ও জাহাঙ্গীর। তাঁরা আসামের বাসিন্দা
১৮ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইতালির পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে। ইতালির গ্রিন পার্টির দুজন সংসদ সদস্য দাবি করেছেন, গত ডিসেম্বরে ভেনিসে হাঁস শিকার করতে...
১ ঘণ্টা আগেবিমানবন্দরে পানির বোতল, শাওয়ার জেলের টিউব বা ফেস ক্রিমের কৌটা বাজেয়াপ্ত করা একটি সাধারণ দৃশ্য। কিন্তু দক্ষিণ কোরিয়ার ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কিমচি’ নামে দেশটির জনপ্রিয় একটি খাবার আটকাতে বছরজুড়ে ব্যস্ত ছিলেন নিরাপত্তা কর্মকর্তারা।
২ ঘণ্টা আগেগ্রিসের জনপ্রিয় পর্যটন এলাকা সান্তোরিনি দ্বীপে একের পর এক ভূমিকম্পের ঘটনায় দ্বীপ ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে সেখানকার হাজার হাজার বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রোববার থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ ফেরিতে দ্বীপ ছেড়েছে। এ ছাড়া আজ মঙ্গলবারও জরুরি
২ ঘণ্টা আগে