Ajker Patrika

আত্মহত্যা প্রবণতার সঙ্গে সংযোগ, তদন্তের মুখে চুল পড়া ঠেকানোর ওষুধ

আত্মহত্যা প্রবণতার সঙ্গে সংযোগ, তদন্তের মুখে চুল পড়া ঠেকানোর ওষুধ

পুরুষের টাক পড়া ঠেকানোর জন্য ব্যবহৃত একটি ওষুধ আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত কি-না, তা পর্যালোচনা করছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। ফিনাস্টারাইড নামে এই ওষুধটি বাংলাদেশের বাজারেও পাওয়া যায়। 

শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনাস্টারাইড নামে ওই ওষুধটি সাধারণ বড়ি হিসেবে এবং সরাসরি মাথার ত্বকে ব্যবহার করার জন্য তরল হিসেবেও পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ওষুধের বিরুদ্ধে আত্মহত্যা প্রবণতা বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি পর্যালোচনা করতে তাই এগিয়ে এসেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। 

ব্লুমবার্গ আরও জানিয়েছে, ফিনাস্টারাইড ওষুধটি পুরুষের প্রোস্টেট চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। এ অবস্থায় প্রোস্টেট বড় হওয়া ঠেকাতে ডুটাস্টেরাইড নামে ব্যবহৃত আরেকটি ওষুধ নিয়েও পর্যালোচনা করছে ইএমএ। 

একটি বিবৃতিতে ইএমএ বলেছে, ফিনাস্টেরাইড এবং ডুটাস্টেরাইডযুক্ত ওষুধগুলো মুখে নেওয়ার সময় বিষণ্নতা সহ মানসিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর একটি ঝুঁকি রয়েছে। প্রোপেসিয়া এবং প্রসকার নামে ফিনাস্টেরাইডযুক্ত দুটি ওষুধের সঙ্গে সংযুক্ত তথ্যকণিকায় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আত্মহত্যা প্রবণতার কথা ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে। 

ইএমএ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই ওষুধের অনুমোদন বজায় রাখা, পরিবর্তন করা, স্থগিত করা কিংবা প্রত্যাহার করা উচিত কি-না সেই সিদ্ধান্ত নিতে সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করবে। 

এদিকে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনাস্টারাইড গ্রহণকারী পুরুষদের সম্ভাব্য মানসিক ও যৌন পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকতে বলেছে। গত এপ্রিলে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বলেছিল—এই বছরই ফিনাস্টারাইড ওষুধের প্যাকেটে সেবনকারীদের জন্য একটি নতুন সতর্কতা কার্ড চালু করা হবে। দেশটিতে শুধুমাত্র মুখে নেওয়ার ফিনাস্টারাইড ওষুধ অনুমোদিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত