পুরুষের টাক পড়া ঠেকানোর জন্য ব্যবহৃত একটি ওষুধ আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত কি-না, তা পর্যালোচনা করছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। ফিনাস্টারাইড নামে এই ওষুধটি বাংলাদেশের বাজারেও পাওয়া যায়।
শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনাস্টারাইড নামে ওই ওষুধটি সাধারণ বড়ি হিসেবে এবং সরাসরি মাথার ত্বকে ব্যবহার করার জন্য তরল হিসেবেও পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ওষুধের বিরুদ্ধে আত্মহত্যা প্রবণতা বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি পর্যালোচনা করতে তাই এগিয়ে এসেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, ফিনাস্টারাইড ওষুধটি পুরুষের প্রোস্টেট চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। এ অবস্থায় প্রোস্টেট বড় হওয়া ঠেকাতে ডুটাস্টেরাইড নামে ব্যবহৃত আরেকটি ওষুধ নিয়েও পর্যালোচনা করছে ইএমএ।
একটি বিবৃতিতে ইএমএ বলেছে, ফিনাস্টেরাইড এবং ডুটাস্টেরাইডযুক্ত ওষুধগুলো মুখে নেওয়ার সময় বিষণ্নতা সহ মানসিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর একটি ঝুঁকি রয়েছে। প্রোপেসিয়া এবং প্রসকার নামে ফিনাস্টেরাইডযুক্ত দুটি ওষুধের সঙ্গে সংযুক্ত তথ্যকণিকায় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আত্মহত্যা প্রবণতার কথা ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে।
ইএমএ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই ওষুধের অনুমোদন বজায় রাখা, পরিবর্তন করা, স্থগিত করা কিংবা প্রত্যাহার করা উচিত কি-না সেই সিদ্ধান্ত নিতে সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করবে।
এদিকে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনাস্টারাইড গ্রহণকারী পুরুষদের সম্ভাব্য মানসিক ও যৌন পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকতে বলেছে। গত এপ্রিলে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বলেছিল—এই বছরই ফিনাস্টারাইড ওষুধের প্যাকেটে সেবনকারীদের জন্য একটি নতুন সতর্কতা কার্ড চালু করা হবে। দেশটিতে শুধুমাত্র মুখে নেওয়ার ফিনাস্টারাইড ওষুধ অনুমোদিত।
পুরুষের টাক পড়া ঠেকানোর জন্য ব্যবহৃত একটি ওষুধ আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত কি-না, তা পর্যালোচনা করছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। ফিনাস্টারাইড নামে এই ওষুধটি বাংলাদেশের বাজারেও পাওয়া যায়।
শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনাস্টারাইড নামে ওই ওষুধটি সাধারণ বড়ি হিসেবে এবং সরাসরি মাথার ত্বকে ব্যবহার করার জন্য তরল হিসেবেও পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ওষুধের বিরুদ্ধে আত্মহত্যা প্রবণতা বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি পর্যালোচনা করতে তাই এগিয়ে এসেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, ফিনাস্টারাইড ওষুধটি পুরুষের প্রোস্টেট চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। এ অবস্থায় প্রোস্টেট বড় হওয়া ঠেকাতে ডুটাস্টেরাইড নামে ব্যবহৃত আরেকটি ওষুধ নিয়েও পর্যালোচনা করছে ইএমএ।
একটি বিবৃতিতে ইএমএ বলেছে, ফিনাস্টেরাইড এবং ডুটাস্টেরাইডযুক্ত ওষুধগুলো মুখে নেওয়ার সময় বিষণ্নতা সহ মানসিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর একটি ঝুঁকি রয়েছে। প্রোপেসিয়া এবং প্রসকার নামে ফিনাস্টেরাইডযুক্ত দুটি ওষুধের সঙ্গে সংযুক্ত তথ্যকণিকায় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আত্মহত্যা প্রবণতার কথা ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে।
ইএমএ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই ওষুধের অনুমোদন বজায় রাখা, পরিবর্তন করা, স্থগিত করা কিংবা প্রত্যাহার করা উচিত কি-না সেই সিদ্ধান্ত নিতে সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করবে।
এদিকে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনাস্টারাইড গ্রহণকারী পুরুষদের সম্ভাব্য মানসিক ও যৌন পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকতে বলেছে। গত এপ্রিলে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বলেছিল—এই বছরই ফিনাস্টারাইড ওষুধের প্যাকেটে সেবনকারীদের জন্য একটি নতুন সতর্কতা কার্ড চালু করা হবে। দেশটিতে শুধুমাত্র মুখে নেওয়ার ফিনাস্টারাইড ওষুধ অনুমোদিত।
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
২ ঘণ্টা আগে