সুস্থ-সবল ও মেধাবী সন্তান নিতে চাইলে বিবাহযোগ্য নারী-পুরুষদের মধ্যে যাদের জিন পরস্পরের সঙ্গে সংগতিপূর্ণ তাদেরই বিয়ে করা উচিত। এমন পরামর্শই দিয়েছেন রাশিয়ান ফেডারেশনের একটি রাজ্য রিপাবলিক অব বাশকোরতাস্তানের চিকিৎসকেরা। তাদের মতে, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত পরস্পরের জিন সংগতিপূর্ণ কি না তা যাচাই করে নেওয়া।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, খোদ বাশকোরতাস্তানের পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটা অংশ এমনটা চান। চিকিৎসকদের পরামর্শ, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত হবে নিজেদের জিনগত সংগতির বিষয়ের পরীক্ষার সনদপত্র বিয়ে রেজিস্ট্রারের অফিসে জমা দেওয়া।
বাশকোরতাস্তানের রাজ্য পার্লামেন্টের স্বাস্থ্য, সামাজিক নীতি ও প্রবীণ বিষয়ক কমিটির চেয়ারম্যান সালাভাত খারাসভ বলেছেন, কিছু চিকিৎসক ও বিজ্ঞানী বিবাহযোগ্য নারী ও পুরুষদের জেনেটিক স্ক্রীনিংয়ের জন্য চাপ দিচ্ছেন। যেখানে সম্ভাব্য পিতামাতার ডিএনএ পরীক্ষা করা হবে যাতে তারা সন্তান ধারণে সক্ষম কি না এবং সন্তান ধারণের পর সেই সন্তান কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত হবে কি না তা আগে থেকেই জানা যায়।
সালাভাত খারাসভ বলেছেন, ‘আমরা জন্মহার বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু এর আরেকটি দিক রয়েছে। যখন শিশুরা অসুস্থ হয়ে জন্মায় তখন এটি বংশগতি বা জেনেটিকের সঙ্গে যুক্ত হয়। এই বিষয়টিও জরুরি। তবে খারাসভ বিয়ে আগে দম্পতিদের ডিএনএ পরীক্ষা করতে বাধ্য করার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
বাশকোরতাস্তানের শ্রমমন্ত্রী লেনারা ইভানোভাও এই ধরনে ধারণার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ নতুন বাবা মা হতে চাওয়া নারী ও পুরুষদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।
উল্লেখ্য, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, রাশিয়ায় প্রতিবছর ২৫ হাজার শিশু জন্মগত বা বংশগত বিভিন্ন রোগ নিয়ে জন্মায়। ২০২৩ সাল থেকে এই সংখ্যা কমিয়ে আনতে রাশিয়ার সরকার ৩৬ ধরনের জেনেটিক রোগের উৎস নির্ণয় ও এর চিকিৎসার ব্যবস্থা নিয়েছে।
সুস্থ-সবল ও মেধাবী সন্তান নিতে চাইলে বিবাহযোগ্য নারী-পুরুষদের মধ্যে যাদের জিন পরস্পরের সঙ্গে সংগতিপূর্ণ তাদেরই বিয়ে করা উচিত। এমন পরামর্শই দিয়েছেন রাশিয়ান ফেডারেশনের একটি রাজ্য রিপাবলিক অব বাশকোরতাস্তানের চিকিৎসকেরা। তাদের মতে, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত পরস্পরের জিন সংগতিপূর্ণ কি না তা যাচাই করে নেওয়া।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, খোদ বাশকোরতাস্তানের পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটা অংশ এমনটা চান। চিকিৎসকদের পরামর্শ, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত হবে নিজেদের জিনগত সংগতির বিষয়ের পরীক্ষার সনদপত্র বিয়ে রেজিস্ট্রারের অফিসে জমা দেওয়া।
বাশকোরতাস্তানের রাজ্য পার্লামেন্টের স্বাস্থ্য, সামাজিক নীতি ও প্রবীণ বিষয়ক কমিটির চেয়ারম্যান সালাভাত খারাসভ বলেছেন, কিছু চিকিৎসক ও বিজ্ঞানী বিবাহযোগ্য নারী ও পুরুষদের জেনেটিক স্ক্রীনিংয়ের জন্য চাপ দিচ্ছেন। যেখানে সম্ভাব্য পিতামাতার ডিএনএ পরীক্ষা করা হবে যাতে তারা সন্তান ধারণে সক্ষম কি না এবং সন্তান ধারণের পর সেই সন্তান কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত হবে কি না তা আগে থেকেই জানা যায়।
সালাভাত খারাসভ বলেছেন, ‘আমরা জন্মহার বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু এর আরেকটি দিক রয়েছে। যখন শিশুরা অসুস্থ হয়ে জন্মায় তখন এটি বংশগতি বা জেনেটিকের সঙ্গে যুক্ত হয়। এই বিষয়টিও জরুরি। তবে খারাসভ বিয়ে আগে দম্পতিদের ডিএনএ পরীক্ষা করতে বাধ্য করার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
বাশকোরতাস্তানের শ্রমমন্ত্রী লেনারা ইভানোভাও এই ধরনে ধারণার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ নতুন বাবা মা হতে চাওয়া নারী ও পুরুষদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।
উল্লেখ্য, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, রাশিয়ায় প্রতিবছর ২৫ হাজার শিশু জন্মগত বা বংশগত বিভিন্ন রোগ নিয়ে জন্মায়। ২০২৩ সাল থেকে এই সংখ্যা কমিয়ে আনতে রাশিয়ার সরকার ৩৬ ধরনের জেনেটিক রোগের উৎস নির্ণয় ও এর চিকিৎসার ব্যবস্থা নিয়েছে।
চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০ এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন...
৭ ঘণ্টা আগেপাকিস্তান সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এই বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি তেল কেনা বন্ধ করা এত সহজ নয়।’
৯ ঘণ্টা আগে১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিয়েছিল ভারতীয়রা। এই ঘটনার প্রায় ১২০ বছর পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন আবার এক স্বদেশি আন্দোলনের ডাক দিলেন! তবে এবার বিদেশি পণ্য বর্জন নয়, স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
১০ ঘণ্টা আগে