অনলাইন ডেস্ক
সুস্থ-সবল ও মেধাবী সন্তান নিতে চাইলে বিবাহযোগ্য নারী-পুরুষদের মধ্যে যাদের জিন পরস্পরের সঙ্গে সংগতিপূর্ণ তাদেরই বিয়ে করা উচিত। এমন পরামর্শই দিয়েছেন রাশিয়ান ফেডারেশনের একটি রাজ্য রিপাবলিক অব বাশকোরতাস্তানের চিকিৎসকেরা। তাদের মতে, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত পরস্পরের জিন সংগতিপূর্ণ কি না তা যাচাই করে নেওয়া।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, খোদ বাশকোরতাস্তানের পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটা অংশ এমনটা চান। চিকিৎসকদের পরামর্শ, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত হবে নিজেদের জিনগত সংগতির বিষয়ের পরীক্ষার সনদপত্র বিয়ে রেজিস্ট্রারের অফিসে জমা দেওয়া।
বাশকোরতাস্তানের রাজ্য পার্লামেন্টের স্বাস্থ্য, সামাজিক নীতি ও প্রবীণ বিষয়ক কমিটির চেয়ারম্যান সালাভাত খারাসভ বলেছেন, কিছু চিকিৎসক ও বিজ্ঞানী বিবাহযোগ্য নারী ও পুরুষদের জেনেটিক স্ক্রীনিংয়ের জন্য চাপ দিচ্ছেন। যেখানে সম্ভাব্য পিতামাতার ডিএনএ পরীক্ষা করা হবে যাতে তারা সন্তান ধারণে সক্ষম কি না এবং সন্তান ধারণের পর সেই সন্তান কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত হবে কি না তা আগে থেকেই জানা যায়।
সালাভাত খারাসভ বলেছেন, ‘আমরা জন্মহার বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু এর আরেকটি দিক রয়েছে। যখন শিশুরা অসুস্থ হয়ে জন্মায় তখন এটি বংশগতি বা জেনেটিকের সঙ্গে যুক্ত হয়। এই বিষয়টিও জরুরি। তবে খারাসভ বিয়ে আগে দম্পতিদের ডিএনএ পরীক্ষা করতে বাধ্য করার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
বাশকোরতাস্তানের শ্রমমন্ত্রী লেনারা ইভানোভাও এই ধরনে ধারণার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ নতুন বাবা মা হতে চাওয়া নারী ও পুরুষদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।
উল্লেখ্য, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, রাশিয়ায় প্রতিবছর ২৫ হাজার শিশু জন্মগত বা বংশগত বিভিন্ন রোগ নিয়ে জন্মায়। ২০২৩ সাল থেকে এই সংখ্যা কমিয়ে আনতে রাশিয়ার সরকার ৩৬ ধরনের জেনেটিক রোগের উৎস নির্ণয় ও এর চিকিৎসার ব্যবস্থা নিয়েছে।
সুস্থ-সবল ও মেধাবী সন্তান নিতে চাইলে বিবাহযোগ্য নারী-পুরুষদের মধ্যে যাদের জিন পরস্পরের সঙ্গে সংগতিপূর্ণ তাদেরই বিয়ে করা উচিত। এমন পরামর্শই দিয়েছেন রাশিয়ান ফেডারেশনের একটি রাজ্য রিপাবলিক অব বাশকোরতাস্তানের চিকিৎসকেরা। তাদের মতে, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত পরস্পরের জিন সংগতিপূর্ণ কি না তা যাচাই করে নেওয়া।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, খোদ বাশকোরতাস্তানের পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটা অংশ এমনটা চান। চিকিৎসকদের পরামর্শ, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত হবে নিজেদের জিনগত সংগতির বিষয়ের পরীক্ষার সনদপত্র বিয়ে রেজিস্ট্রারের অফিসে জমা দেওয়া।
বাশকোরতাস্তানের রাজ্য পার্লামেন্টের স্বাস্থ্য, সামাজিক নীতি ও প্রবীণ বিষয়ক কমিটির চেয়ারম্যান সালাভাত খারাসভ বলেছেন, কিছু চিকিৎসক ও বিজ্ঞানী বিবাহযোগ্য নারী ও পুরুষদের জেনেটিক স্ক্রীনিংয়ের জন্য চাপ দিচ্ছেন। যেখানে সম্ভাব্য পিতামাতার ডিএনএ পরীক্ষা করা হবে যাতে তারা সন্তান ধারণে সক্ষম কি না এবং সন্তান ধারণের পর সেই সন্তান কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত হবে কি না তা আগে থেকেই জানা যায়।
সালাভাত খারাসভ বলেছেন, ‘আমরা জন্মহার বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু এর আরেকটি দিক রয়েছে। যখন শিশুরা অসুস্থ হয়ে জন্মায় তখন এটি বংশগতি বা জেনেটিকের সঙ্গে যুক্ত হয়। এই বিষয়টিও জরুরি। তবে খারাসভ বিয়ে আগে দম্পতিদের ডিএনএ পরীক্ষা করতে বাধ্য করার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
বাশকোরতাস্তানের শ্রমমন্ত্রী লেনারা ইভানোভাও এই ধরনে ধারণার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ নতুন বাবা মা হতে চাওয়া নারী ও পুরুষদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।
উল্লেখ্য, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, রাশিয়ায় প্রতিবছর ২৫ হাজার শিশু জন্মগত বা বংশগত বিভিন্ন রোগ নিয়ে জন্মায়। ২০২৩ সাল থেকে এই সংখ্যা কমিয়ে আনতে রাশিয়ার সরকার ৩৬ ধরনের জেনেটিক রোগের উৎস নির্ণয় ও এর চিকিৎসার ব্যবস্থা নিয়েছে।
ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার গতকাল শনিবার দেশটির ২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। এই বাজেটে নরেন্দ্র মোদি সরকার মধ্যবিত্ত শ্রেণির জন্য ব্যক্তিগত আয়করের সীমায় যথেষ্ট ছাড় দিয়েছে। নতুন ঘোষণা অনুসারে, ভারতীয়দের করমুক্ত আয়সীমা এখন ১২ লাখ ৭৫ হাজার রুপি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ
১৪ মিনিট আগেভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের গতিপথ দ্রুত বদলে যাচ্ছে। একদিকে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছে ভারত; অন্যদিকে জুলাই-আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে বন্ধুত্ব
২৬ মিনিট আগেফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ফের সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ এর প্রতিবেদনের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি নেতানিয়াহু জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক..
৩৩ মিনিট আগেগৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৯ ঘণ্টা আগে