সুস্থ-সবল ও মেধাবী সন্তান নিতে চাইলে বিবাহযোগ্য নারী-পুরুষদের মধ্যে যাদের জিন পরস্পরের সঙ্গে সংগতিপূর্ণ তাদেরই বিয়ে করা উচিত। এমন পরামর্শই দিয়েছেন রাশিয়ান ফেডারেশনের একটি রাজ্য রিপাবলিক অব বাশকোরতাস্তানের চিকিৎসকেরা। তাদের মতে, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত পরস্পরের জিন সংগতিপূর্ণ কি না তা যাচাই করে নেওয়া।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, খোদ বাশকোরতাস্তানের পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটা অংশ এমনটা চান। চিকিৎসকদের পরামর্শ, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত হবে নিজেদের জিনগত সংগতির বিষয়ের পরীক্ষার সনদপত্র বিয়ে রেজিস্ট্রারের অফিসে জমা দেওয়া।
বাশকোরতাস্তানের রাজ্য পার্লামেন্টের স্বাস্থ্য, সামাজিক নীতি ও প্রবীণ বিষয়ক কমিটির চেয়ারম্যান সালাভাত খারাসভ বলেছেন, কিছু চিকিৎসক ও বিজ্ঞানী বিবাহযোগ্য নারী ও পুরুষদের জেনেটিক স্ক্রীনিংয়ের জন্য চাপ দিচ্ছেন। যেখানে সম্ভাব্য পিতামাতার ডিএনএ পরীক্ষা করা হবে যাতে তারা সন্তান ধারণে সক্ষম কি না এবং সন্তান ধারণের পর সেই সন্তান কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত হবে কি না তা আগে থেকেই জানা যায়।
সালাভাত খারাসভ বলেছেন, ‘আমরা জন্মহার বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু এর আরেকটি দিক রয়েছে। যখন শিশুরা অসুস্থ হয়ে জন্মায় তখন এটি বংশগতি বা জেনেটিকের সঙ্গে যুক্ত হয়। এই বিষয়টিও জরুরি। তবে খারাসভ বিয়ে আগে দম্পতিদের ডিএনএ পরীক্ষা করতে বাধ্য করার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
বাশকোরতাস্তানের শ্রমমন্ত্রী লেনারা ইভানোভাও এই ধরনে ধারণার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ নতুন বাবা মা হতে চাওয়া নারী ও পুরুষদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।
উল্লেখ্য, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, রাশিয়ায় প্রতিবছর ২৫ হাজার শিশু জন্মগত বা বংশগত বিভিন্ন রোগ নিয়ে জন্মায়। ২০২৩ সাল থেকে এই সংখ্যা কমিয়ে আনতে রাশিয়ার সরকার ৩৬ ধরনের জেনেটিক রোগের উৎস নির্ণয় ও এর চিকিৎসার ব্যবস্থা নিয়েছে।
সুস্থ-সবল ও মেধাবী সন্তান নিতে চাইলে বিবাহযোগ্য নারী-পুরুষদের মধ্যে যাদের জিন পরস্পরের সঙ্গে সংগতিপূর্ণ তাদেরই বিয়ে করা উচিত। এমন পরামর্শই দিয়েছেন রাশিয়ান ফেডারেশনের একটি রাজ্য রিপাবলিক অব বাশকোরতাস্তানের চিকিৎসকেরা। তাদের মতে, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত পরস্পরের জিন সংগতিপূর্ণ কি না তা যাচাই করে নেওয়া।
রাশিয়ান সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, খোদ বাশকোরতাস্তানের পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটা অংশ এমনটা চান। চিকিৎসকদের পরামর্শ, বিয়ের আগে নারী ও পুরুষের উচিত হবে নিজেদের জিনগত সংগতির বিষয়ের পরীক্ষার সনদপত্র বিয়ে রেজিস্ট্রারের অফিসে জমা দেওয়া।
বাশকোরতাস্তানের রাজ্য পার্লামেন্টের স্বাস্থ্য, সামাজিক নীতি ও প্রবীণ বিষয়ক কমিটির চেয়ারম্যান সালাভাত খারাসভ বলেছেন, কিছু চিকিৎসক ও বিজ্ঞানী বিবাহযোগ্য নারী ও পুরুষদের জেনেটিক স্ক্রীনিংয়ের জন্য চাপ দিচ্ছেন। যেখানে সম্ভাব্য পিতামাতার ডিএনএ পরীক্ষা করা হবে যাতে তারা সন্তান ধারণে সক্ষম কি না এবং সন্তান ধারণের পর সেই সন্তান কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত হবে কি না তা আগে থেকেই জানা যায়।
সালাভাত খারাসভ বলেছেন, ‘আমরা জন্মহার বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু এর আরেকটি দিক রয়েছে। যখন শিশুরা অসুস্থ হয়ে জন্মায় তখন এটি বংশগতি বা জেনেটিকের সঙ্গে যুক্ত হয়। এই বিষয়টিও জরুরি। তবে খারাসভ বিয়ে আগে দম্পতিদের ডিএনএ পরীক্ষা করতে বাধ্য করার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
বাশকোরতাস্তানের শ্রমমন্ত্রী লেনারা ইভানোভাও এই ধরনে ধারণার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ নতুন বাবা মা হতে চাওয়া নারী ও পুরুষদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।
উল্লেখ্য, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, রাশিয়ায় প্রতিবছর ২৫ হাজার শিশু জন্মগত বা বংশগত বিভিন্ন রোগ নিয়ে জন্মায়। ২০২৩ সাল থেকে এই সংখ্যা কমিয়ে আনতে রাশিয়ার সরকার ৩৬ ধরনের জেনেটিক রোগের উৎস নির্ণয় ও এর চিকিৎসার ব্যবস্থা নিয়েছে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৯ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৭ ঘণ্টা আগে