Ajker Patrika

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলবেন বরিস 

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলবেন বরিস 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে আজ শনিবার এমনটি জানানো হয়েছে। 

 ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়, চলতি সপ্তাহে পুতিনের সঙ্গে আলাপকালে রাশিয়াকে কূটনৈতিকভাবে সমাধানের কথা পুনরাবৃত্তি করবেন। হামলা করা থেকে রাশিয়ার পিছিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বরিস পুনর্ব্যক্ত করবেন ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এরই মধ্যে বলেছেন, রাশিয়ায় ইউক্রেন হামলা চালালে যুক্তরাজ্যের ন্যাটোর সহযোগী দেশগুলোকে রক্ষার জন্য সেনা মোতায়েন করবে। 

যদিও ইউক্রেন ন্যাটোর কোনো অংশ না। ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখার দাবি জানিয়েছে রাশিয়া। ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশের সীমান্ত রয়েছে রাশিয়ার সঙ্গে। মস্কোর দাবি, ইউক্রেন ন্যাটোর অংশ হলে তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকির হবে। 

এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে এমনটি জানানো হয়েছে। 

রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, জনসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস মস্কো সফরে আসবেন। 

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনাই প্রথম অগ্রাধিকার থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত