জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনের অন্তত ৩১ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দাতব্য সংস্থা ‘সেভ ইউক্রেন’ শিশুদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।
সেভ ইউক্রেন জানিয়েছে, ফিরে আসা শিশুদের ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিয়েভের দাবি, প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে জোর করে রাশিয়া বা রুশনিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। কাজেই ৩১ শিশুর ফিরে আসা ছোট্ট একটি ঘটনা।
তবে কিয়েভের এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছিল শিশুদের। যুদ্ধের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতেই যুদ্ধপ্রবণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয় তাদের।
রুশনিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে এসব শিশুকে। যুদ্ধের কারণে পথ বন্ধ থাকায় পোল্যান্ড ও বেলারুশ হয়ে ক্রিমিয়া সীমান্তে যান অভিভাবকেরা। সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশের।
সেভ ইউক্রেনের প্রকাশ করা ভিডিও থেকে দেখা যায়, শিশুরা ব্যাগ ও সুটকেস নিয়ে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে এবং পরে সেখান থেকে একটি বাসে করে ফিরিয়ে আনা হয় তাদের।
সেভ ইউক্রেনের প্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা বলেন, ‘আমাদের পঞ্চম দফায় উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। আমরা বেশ কয়েকজন শিশুকে ফিরিয়ে আনতে পেরেছি। তবে নানা জটিলতার কারণে বেশ কঠিন ছিল এই অভিযান।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নিহত হয়েছে। এর মধ্যে অনেক শিশুও রয়েছে।
জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনের অন্তত ৩১ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দাতব্য সংস্থা ‘সেভ ইউক্রেন’ শিশুদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।
সেভ ইউক্রেন জানিয়েছে, ফিরে আসা শিশুদের ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল। কিয়েভের দাবি, প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে জোর করে রাশিয়া বা রুশনিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। কাজেই ৩১ শিশুর ফিরে আসা ছোট্ট একটি ঘটনা।
তবে কিয়েভের এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছিল শিশুদের। যুদ্ধের কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতেই যুদ্ধপ্রবণ এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়া হয় তাদের।
রুশনিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে ফিরিয়ে আনা হয়েছে এসব শিশুকে। যুদ্ধের কারণে পথ বন্ধ থাকায় পোল্যান্ড ও বেলারুশ হয়ে ক্রিমিয়া সীমান্তে যান অভিভাবকেরা। সেখানে তৈরি হয় আবেগঘন পরিবেশের।
সেভ ইউক্রেনের প্রকাশ করা ভিডিও থেকে দেখা যায়, শিশুরা ব্যাগ ও সুটকেস নিয়ে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করে এবং পরে সেখান থেকে একটি বাসে করে ফিরিয়ে আনা হয় তাদের।
সেভ ইউক্রেনের প্রতিষ্ঠাতা মাইকোলা কুলেবা বলেন, ‘আমাদের পঞ্চম দফায় উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। আমরা বেশ কয়েকজন শিশুকে ফিরিয়ে আনতে পেরেছি। তবে নানা জটিলতার কারণে বেশ কঠিন ছিল এই অভিযান।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নিহত হয়েছে। এর মধ্যে অনেক শিশুও রয়েছে।
ইউক্রেনে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সরকারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে বাড়ি-ঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে একাধিক রুশ ড্রোন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছে বলে খবর না পাওয়া গেলেও জানা গেছে, আহত হয়েছেন তিন বেসামরিক...
৩২ মিনিট আগেইরানের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তাতে অংশ নেওয়া ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের সম্পূর্ণ পরিচয় তারা উন্মোচন করতে সক্ষম হয়েছে। এরা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে এবং আগের অপরাধে তাদের সংশ্লিষ্টতা—সব তথ্য...
১ ঘণ্টা আগেমুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন হোসেন আহমেদ মজুমদার। হঠাৎ প্লেনের মধ্যে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী আকস্মিকভাবে তাঁকে চড় মেরে বসেন।
১ ঘণ্টা আগেগাজাজুড়ে, আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার, ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত ৬২ জন। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের ৩৮ জন বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
২ ঘণ্টা আগে