অনলাইন ডেস্ক
গ্রিসের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তাঁর দলের এ বিজয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে কিরিয়াকোসের নিউ ডেমোক্রেসি পার্টি (এনডিপি) সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো পাঁচটি আসন পিছিয়ে রয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল রোববার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গ্রিসে। প্রাথমিক ফলাফলে নিউ ডেমোক্রেসি পার্টি ৪১ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল সিরিজা পার্টি ২০ শতাংশ ভোট পেয়েছে।
এদিকে নিউ ডেমোক্রেসি পার্টি বড় ব্যবধানে জয় পাওয়ায় কিরিয়াকোস মিৎসোটাকিসকে অভিনন্দন জানিয়েছেন সিরিজা পার্টির অ্যালেক্সিস সিপ্রাস।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি ৩০০ আসনের মধ্যে ১৪৬টি আসনে জয় পেয়েছে। তবে পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সে ক্ষেত্রে এখনো পাঁচটি আসন থেকে দূরে রয়েছে নিউ ডেমোক্রেসি পার্টি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য নিউ ডেমোক্রেসি পার্টিকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করতে হবে।
কিন্তু কিরিয়াকোস জোট করবেন না বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। কারণ গ্রিসের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দূরত্ব রয়েছে। ফলে আগামী জুন অথবা জুলাই মাসের প্রথম দিকে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চার বছর ধরে গ্রিস শাসন করছে কিরিয়াকোসের দল নিউ ডেমোক্রেসি পার্টি। ভোটের আগে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জনগণকে এমন বার্তা দিয়েছিলেন যে গ্রিসের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি ধরে রাখার জন্য তাঁর ওপরেই আস্থা রাখা উচিত। গ্রিসের জনগণ তাঁর ওপর আস্থা রেখেছে এবং তিনি প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়েছেন।
কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেয়েও সরকার গঠন করতে পারছেন না কিরিয়াকোস। এখন দ্বিতীয় ধাপের নির্বাচনে জয়ী হতে হলে তাঁকে অতিরিক্ত আসনে জয়ী হতে হবে। এরপর একক সংখ্যাগরিষ্ঠতা পেলেই তিনি আবার চার বছরের জন্য সরকার গঠন করতে পারবেন।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস গ্রিসের ক্ষমতাধর রাজপরিবারের সদস্য। তাঁর বাবা কনস্টান্টিনোস মিৎসোটাকিস ১৯৯০ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিলেন। কিরিয়াকোসের বোন ডোরা বাকোয়ানিস ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ছেলে কোস্টাস বাকোয়ানিস এথেন্সের বর্তমান মেয়র।
অন্যদিকে রামপন্থী দল সিরিজা পার্টির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
গ্রিসের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তাঁর দলের এ বিজয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ হিসেবে অভিহিত করেছেন তিনি। তবে কিরিয়াকোসের নিউ ডেমোক্রেসি পার্টি (এনডিপি) সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো পাঁচটি আসন পিছিয়ে রয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল রোববার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গ্রিসে। প্রাথমিক ফলাফলে নিউ ডেমোক্রেসি পার্টি ৪১ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল সিরিজা পার্টি ২০ শতাংশ ভোট পেয়েছে।
এদিকে নিউ ডেমোক্রেসি পার্টি বড় ব্যবধানে জয় পাওয়ায় কিরিয়াকোস মিৎসোটাকিসকে অভিনন্দন জানিয়েছেন সিরিজা পার্টির অ্যালেক্সিস সিপ্রাস।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি ৩০০ আসনের মধ্যে ১৪৬টি আসনে জয় পেয়েছে। তবে পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সে ক্ষেত্রে এখনো পাঁচটি আসন থেকে দূরে রয়েছে নিউ ডেমোক্রেসি পার্টি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য নিউ ডেমোক্রেসি পার্টিকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করতে হবে।
কিন্তু কিরিয়াকোস জোট করবেন না বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। কারণ গ্রিসের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দূরত্ব রয়েছে। ফলে আগামী জুন অথবা জুলাই মাসের প্রথম দিকে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চার বছর ধরে গ্রিস শাসন করছে কিরিয়াকোসের দল নিউ ডেমোক্রেসি পার্টি। ভোটের আগে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জনগণকে এমন বার্তা দিয়েছিলেন যে গ্রিসের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি ধরে রাখার জন্য তাঁর ওপরেই আস্থা রাখা উচিত। গ্রিসের জনগণ তাঁর ওপর আস্থা রেখেছে এবং তিনি প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়েছেন।
কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেয়েও সরকার গঠন করতে পারছেন না কিরিয়াকোস। এখন দ্বিতীয় ধাপের নির্বাচনে জয়ী হতে হলে তাঁকে অতিরিক্ত আসনে জয়ী হতে হবে। এরপর একক সংখ্যাগরিষ্ঠতা পেলেই তিনি আবার চার বছরের জন্য সরকার গঠন করতে পারবেন।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস গ্রিসের ক্ষমতাধর রাজপরিবারের সদস্য। তাঁর বাবা কনস্টান্টিনোস মিৎসোটাকিস ১৯৯০ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিলেন। কিরিয়াকোসের বোন ডোরা বাকোয়ানিস ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ছেলে কোস্টাস বাকোয়ানিস এথেন্সের বর্তমান মেয়র।
অন্যদিকে রামপন্থী দল সিরিজা পার্টির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে