Ajker Patrika

ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরও ৫ লাখ মৃত্যু হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ৩৬
ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরও ৫ লাখ মৃত্যু হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগ বলেন, ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা, আগামী বছরের গোড়াতেই মৃত্যুর সংখ্যা আরও পাঁচ লাখ বেড়ে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার  ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। এর মধ্যে দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। দেশ দুটি হলো রাশিয়া ও তুরস্ক। 

হান্স বলেন, গত সপ্তাহে করোনার নতুন সংক্রমণে ৫৩টি দেশে হাসপাতালে ভর্তির হার দ্বিগুণ হয়ে গেছে। এভাবে যদি চলতেই থাকে, তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপ আরও পাঁচ লাখ মৃত্যু দেখতে পাবে।

এই পরিস্থিতিতে টিকা প্রয়োগের গতির কথা না ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সে অনুযায়ী করোনাবিধি তৈরি করার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। এ প্রসঙ্গে হান্স বলেন, যেসব দেশে টিকা দেওয়ার হার কম, সেখানে হাসপাতালে ভর্তির হার বেশি। পরীক্ষা, শনাক্ত, শারীরিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের মতো পদক্ষেপগুলো এখনো ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত