Ajker Patrika

ইউক্রেনে যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া

ইউক্রেনে যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযানে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে রাশিয়া। চলমান অভিযানে কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে দায়িত্ব দিয়েছে ভ্লাদিমির পুতিন প্রশাসন। শনিবার (৮ অক্টোবর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন কমান্ডার নিয়োগের কথা জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ৫৫ বছর বয়সী সুরোভিকিন এত দিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। চলতি গ্রীষ্মে দক্ষিণাঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

ইউক্রেন অভিযানে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সুবিধা করতে না পারার খবরের মধ্যে শনিবার জেনারেল সের্গেই সুরোভিকিনকে সার্বিক যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেন যুদ্ধের আগেও রুশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুরোভিকিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, চলতি শতকের শুরুর দিকে চেচনিয়ায় দায়িত্ব পালন করছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন সিরিয়া যুদ্ধে রুশ বাহিনীর।

চলতি সপ্তাহে ইউক্রেনে কয়েকটি অঞ্চলে রুশ বাহিনীর একাধিক কমান্ডারকে বরখাস্ত করার মধ্যে যুদ্ধক্ষেত্রে নতুন এই সেনাপ্রধান নিয়োগ দিল মস্কো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পর নারীকে পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...