Ajker Patrika

কসোভো সংঘর্ষে আহত ন্যাটোর অন্তত ২৫ কর্মকর্তা

ডয়চে ভেলে
আপডেট : ৩০ মে ২০২৩, ১১: ০৮
কসোভো সংঘর্ষে আহত ন্যাটোর অন্তত ২৫ কর্মকর্তা

কসোভোর সার্ব অধ্যুষিত অঞ্চলে আলবেনিয়ান গোষ্ঠীর মেয়র নির্বাচিত হওয়ায় সংঘর্ষ শুরু হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে সার্বরা। সেই বিক্ষোভের মোকাবিলা করতে স্থানীয় সময় সোমবার পথে নামে ন্যাটোর শান্তি বাহিনী বা কেফোর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গ্রেনেডও মারা হয় বলে অভিযোগ। প্রত্যাঘাত করে সার্ব বিক্ষোভকারীরাও। এতে বেশ কিছু কর্মকর্তা আহত হয়েছেন। 

সার্বরা মেয়র নির্বাচন বয়কট করেছিল। তা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সার্ব অধ্যুষিত অঞ্চলেও আলবেনিয়ান মেয়রেরা নির্বাচিত হন। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সার্বরা। 

কেফোর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একাধিক দেশ থেকে আসা তাদের ফোর্সের অন্তত ২৫ জন কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। ইতালি ও হাঙ্গেরির সেনাদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। 

অন্যদিকে কসোভোর একটি স্থানীয় সংবাদপত্র লিখেছে, সার্ব অধ্যুষিত অঞ্চলের একটি হাসপাতালে অন্তত ৫০ জন ভর্তি আছে। সবাই কমবেশি আহত। তবে একজনের অবস্থা গুরুতর। তাঁর শরীরে বুলেটের আঘাত আছে। 

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সেনাদের লক্ষ্য করে এভাবে আক্রমণ করা হলে তা আর মেনে নেওয়া হবে না। অন্যদিকে কসোভোয় যেভাবে নির্বাচন হয়েছে, তারও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, সংঘর্ষ থামাতে সমস্ত পক্ষেরই এক পা করে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যাওয়া উচিত। 

ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১১ জন ইতালির সেনা আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে সবাই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। মৃত্যুর আশঙ্কা নেই। 

সার্বদের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তাদের বিক্ষোভ জারি থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত