Ajker Patrika

রাশিয়ার কারাগারে বেসামরিক মানুষদের আটকে রাখার অভিযোগ ইউক্রেনের

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১: ৩১
রাশিয়ার কারাগারে বেসামরিক মানুষদের আটকে রাখার অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের অনেক বেসামরিক মানুষকে রাশিয়া ‘জোরপূর্বক’ কারাগারে আটকে রেখেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুকের বরাত দিয়ে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গতকাল ইউক্রেনের এক টেলিভিশনে ইরিনা ভেরেশচুক বলেছেন, ‘ইউক্রেনের অনেক সাংবাদিক, মানবাধিকারকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মেয়র, ধর্মযাজক ও সাধারণ মানুষদের রুশ কারাগারে জোর করে আটকে রাখা হয়েছে। রাশিয়া এসব মানুষকে কুরস্ক, ব্রায়ানস্ক ও রোস্তভ অঞ্চলের কারাগারে আটকে রেখেছে।’ 

রয়টার্স জানিয়েছে, তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের এ অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

এদিকে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। ক্রেমলিন জানিয়েছে, রুশ সেনারা কখনোই বেসামরিক মানুষদের টার্গেট করেনি। 

গত রোববার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত হয়েছে এবং ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত