Ajker Patrika

কেন্দ্র থেকে বেরিয়ে দম্পতি বললেন, এরদোয়ানকে ভোট দিয়েছি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২৩, ১৯: ৩৩
Thumbnail image

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে রোববার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে তুরস্কে। ইসতানবুলে উসকুদারের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ভলকান এবং আইসেন বোরা দম্পতি। কেন্দ্র থেকে বেরিয়ে আল-জাজিরার সাংবাদিককে তারা খোলাখুলিভাবেই বললেন, ‘আমরা এরদোগানকে ভোট দিয়েছি।’ 

৩৮ বছর বয়সী ভলকান বলেন, ‘সবকিছু ভালোভাবেই চলছে। এরদোয়ান প্রথম রাউন্ডেই জিতে যাবেন।’ 

এরদোয়ানকে সমর্থন করার কারণ হিসেবে ভলকান বলেন, ‘তিনি (এরদোয়ান) বিশ্বের সামনে দাঁড়াতে ভয় পান না। এমনকি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকেও চ্যালেঞ্জ জানাতে পারেন।’ 

কেন্দ্র সংলগ্ন একটি স্কুলের আঙিনায় বসে ৩৩ বছর বয়সী আইজেন বলেন, ‘এখানে এরদোয়ানের কোনো বিকল্প নেই। এখানে আর কোনো ভালো প্রার্থী নেই।’ 

বসফরাস উপকূলে অবস্থিত উসকুদার এলাকাটি ঐতিহ্যগতভাবে রক্ষণশীল হিসেবেই পরিচিত। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই এলাকার ৪৯ শতাংশ ভোটার এরদোয়ানের পক্ষে ভোট দিয়েছিলেন। আর তার বিরোধী সব প্রার্থী মিলে পেয়েছিলেন ৪১ শতাংশ ভোট। 

সস্তা আবাসনের জন্য এখানে বিপুলসংখ্যক শিক্ষার্থীও বসবাস করে। এবার অনেক নতুন ভোটারও রয়েছেন এলাকাটিতে। 

অন্যদিকে ইসতানবুল তুরস্কের সবচেয়ে বড় শহর। ৬০০ সংসদীয় আসনের মধ্যে একশোই এই অঞ্চলটিতে। 

এবারের নির্বাচনে ভোট দিয়ে ভলাকানের স্ত্রী আইজেনের মত দিয়েছেন, এবার খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। পরিস্থিতিকে একটু জটিল বলেই মনে হলো তার কাছে। 

বলা হচ্ছে, এই নির্বাচনে দুই দশক পর তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোয়ান। তবে তার সাম্রাজ্যে চিড় ধরানো বিরোধীদের জন্য সহজ হবে না বলে মনে করছেন সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত