Ajker Patrika

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে এমপি নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২: ২৫
যুক্তরাজ্যে ছুরিকাঘাতে এমপি নিহত

যুক্তরাজ্যের আইনসভা হাউস অব কমন্সের আইনপ্রণেতা স্যার ডেভিড অ্যামেস (৬৯) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বলেছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বয়স ২৫ বছর। তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। 

এক টুইট বার্তায় দেশটির শিক্ষামন্ত্রী নাদিম জাহাভি বলেন, ‘রেস্ট ইন পিস স্যার ডেভিড। বন্যপ্রাণী সংরক্ষণ, মানুষের অধিকার ও এসেক্সের জনগণের প্রতি আপনার যে ভালোবাসা- এসবের কারণে আপনাকে সবাই মিস করবে।’

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার এসেক্সের একটি গির্জায় প্রার্থনা করতে যান অ্যামেস। সেখানেই তাঁর ওপর হামলা হয়। 

টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর স্ত্রী ক্যারি জনসন বলেছেন, ‘স্যার ডেভিড অ্যামেস অত্যন্ত দয়ালু এবং ভালো মানুষ ছিলেন। তিনি একজন প্রাণীপ্রেমী ছিলেন। তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। তাঁর স্ত্রী এবং সন্তানদের জন্য আমার চিন্তা হচ্ছে।’

উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে সংসদ সদস্য হিসেবে ছিলেন স্যার ডেভিড অ্যামেস। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির জনপ্রতিনিধি। যুক্তরাজ্যের ইংল্যান্ড রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা এসেক্সের সংসদ সদস্য তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত