রাশিয়ায় ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় গতকাল রোববার সব আনুষ্ঠানিকতা শেষে ট্রেনে চড়েন কিম। কিমের এই সফরে দুই দেশের মধ্যে কী চুক্তি হয়েছে বা আদৌ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে রাশিয়ে থেকে বেশ কিছু উপহার সামগ্রী নিয়ে উ.কোরিয়া ফিরছেন কিম।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, বিদায় অনুষ্ঠানের পর কিম রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চল থেকে তাঁর বিশেষ ট্রেনে উত্তর কোরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। চার বছরেরও বেশি সময় পর এই প্রথম বিদেশ সফর করেন কিম। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি দেশটির প্রধান সামরিক স্থাপনা ও মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।
আরআইএ জানিয়েছে, রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চলের গভর্নর কিমকে কয়েকটি ড্রোন ও একটি বুলেটপ্রুফ জ্যাকেট উপহার দিয়েছেন। বুলেটপ্রুফ জ্যাকেটটি বুক, কাঁধ, গলা এবং কুঁচকির সুরক্ষা নিশ্চিত করবে। সাধারণ জ্যাকেটের থেকে এটি অনেক হালকা।
রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি জেনার-২৫ ড্রোনও উপহার দেওয়া হয়েছে কিমকে। উপহারের তালিকায় আরও ছিল একটি বিশেষ পোশাক যা থার্মাল ইমেজিং ক্যামেরায় ধরা পড়বে না।
আরআইএর প্রতিবেদনে বলা হয়, গতকাল দিনের শুরুতে পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তক ত্যাগ করেন কিম। সেখানে তিনি এয়ারফিল্ড এবং প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট ফ্রিগেট পরিদর্শন করেন বলে জানিয়েছে আরআইএ। প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ায় আসা কিমকে দেওয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা। এই সফরে বেশির ভাগ সময় রুশ সামরিক স্থাপনা দেখেই সময় কাটিয়েছেন কিম জং উন।
বিদায়ী অনুষ্ঠানে কিম জং উনকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ব্যক্তিগত ট্রেনে চড়েন কিম। আর্টিওম রেলওয়ে স্টেশনে তাঁকে বিদায় জানান রুশ কর্মকর্তারা।
এ দিকে কিমের এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার ফের উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারে রাশিয়া, যা ব্যবহৃত হবে ইউক্রেন যুদ্ধে। তবে এই দাবি অস্বীকার করেছে মস্কো। তারা বলছে, দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।
রাশিয়ায় ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় গতকাল রোববার সব আনুষ্ঠানিকতা শেষে ট্রেনে চড়েন কিম। কিমের এই সফরে দুই দেশের মধ্যে কী চুক্তি হয়েছে বা আদৌ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে রাশিয়ে থেকে বেশ কিছু উপহার সামগ্রী নিয়ে উ.কোরিয়া ফিরছেন কিম।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, বিদায় অনুষ্ঠানের পর কিম রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চল থেকে তাঁর বিশেষ ট্রেনে উত্তর কোরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। চার বছরেরও বেশি সময় পর এই প্রথম বিদেশ সফর করেন কিম। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি দেশটির প্রধান সামরিক স্থাপনা ও মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।
আরআইএ জানিয়েছে, রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চলের গভর্নর কিমকে কয়েকটি ড্রোন ও একটি বুলেটপ্রুফ জ্যাকেট উপহার দিয়েছেন। বুলেটপ্রুফ জ্যাকেটটি বুক, কাঁধ, গলা এবং কুঁচকির সুরক্ষা নিশ্চিত করবে। সাধারণ জ্যাকেটের থেকে এটি অনেক হালকা।
রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি জেনার-২৫ ড্রোনও উপহার দেওয়া হয়েছে কিমকে। উপহারের তালিকায় আরও ছিল একটি বিশেষ পোশাক যা থার্মাল ইমেজিং ক্যামেরায় ধরা পড়বে না।
আরআইএর প্রতিবেদনে বলা হয়, গতকাল দিনের শুরুতে পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তক ত্যাগ করেন কিম। সেখানে তিনি এয়ারফিল্ড এবং প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট ফ্রিগেট পরিদর্শন করেন বলে জানিয়েছে আরআইএ। প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ায় আসা কিমকে দেওয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা। এই সফরে বেশির ভাগ সময় রুশ সামরিক স্থাপনা দেখেই সময় কাটিয়েছেন কিম জং উন।
বিদায়ী অনুষ্ঠানে কিম জং উনকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ব্যক্তিগত ট্রেনে চড়েন কিম। আর্টিওম রেলওয়ে স্টেশনে তাঁকে বিদায় জানান রুশ কর্মকর্তারা।
এ দিকে কিমের এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার ফের উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারে রাশিয়া, যা ব্যবহৃত হবে ইউক্রেন যুদ্ধে। তবে এই দাবি অস্বীকার করেছে মস্কো। তারা বলছে, দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৯ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৭ ঘণ্টা আগে