Ajker Patrika

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নাগরিকের ১৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
রাশিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক জিন স্পেক্টর। ছবি: সংগৃহীত
রাশিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক জিন স্পেক্টর। ছবি: সংগৃহীত

মস্কোর একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জন্মগ্রহণকারী একজন মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস আজ মঙ্গলবার আদালতের নথির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

জিন স্পেক্টর নামের এই ব্যক্তি রাশিয়ায় জন্মগ্রহণ করেন। ২০২০ সালে তিনি গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সাবেক রুশ উপ-প্রধানমন্ত্রী আর্কাদি দর্কোভিচের সহকারী আনাস্তাসিয়া আলেক্সেইভাকে থাইল্যান্ড ও ডোমিনিকান প্রজাতন্ত্রে ছুটি কাটানোর জন্য একজনের সঙ্গে ঘুষের মধ্যস্থতা করেছিলেন। এই অভিযোগে আনাস্তাসিয়া আলেক্সেইভাকেও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালে জিন স্পেক্টরকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে পুনর্বিচারের পরে সেই সাজা ছয় মাস কমানো হয়।

এরপর ২০২৩ সালের আগস্টে স্পেক্টরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির নতুন অভিযোগ আনা হয়। তবে এই মামলার বিস্তারিত প্রকাশ করা হয়নি এবং অভিযোগের সংবেদনশীলতার কারণে বিচার প্রক্রিয়া গোপণে অনুষ্ঠিত হয়।

জিন স্পেক্টর ১৯৭২ সালে লেনিনগ্রাদে (বর্তমানে সেন্ট পিটার্সবার্গ) জন্মগ্রহণ করেন এবং সোভিয়েত ইউনিয়নে বেড়ে ওঠেন। তিনি রাশিয়ায় ইয়েভগেনি মিরোনোভিচ নামে পরিচিত ছিলেন। পরে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন এবং পরিবার নিয়ে সেন্ট পিটার্সবার্গে ফিরে যান। প্লাস্টিকের চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী মেডপলিমারপ্রম নামক একটি কোম্পানির সিইও ছিলেন জিন স্পেক্টর।

এদিকে ২০২১ সালে জিন স্পেক্টরকে যখন প্রথম কারাদণ্ড দেওয়া হয় তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘তারা মনে করে না যে, স্পেক্টরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালে বেশ কয়েকজন মার্কিন নাগরিককে রাশিয়ায় দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জিন স্পেক্টর প্রথম মার্কিন নাগরিক যাকে রাশিয়ায় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অক্টোবরে মিশিগানের বাসিন্দা ৭২ বছর বয়সী স্টিফেন হাবার্ডকে ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈনিক হিসেবে যুদ্ধ করার অভিযোগে প্রায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। যুদ্ধক্ষেত্র থেকে বন্দী করা হয়েছিল তাঁকে।

জুলাই মাসে রুশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক রবার্ট উডল্যান্ডকে মাদক সংক্রান্ত অভিযোগে ১২ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত কারাগারে পাঠানো হয়।

একই মাসে, ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার প্রতিবেদক ইভান গার্শকোভিচকে সিআইএর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ২০২৩ সালের মার্চে ইয়েকাতেরিনবার্গে কাজ করার সময় গ্রেপ্তার হন। তবে গত আগস্টে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে এক ঐতিহাসিক বন্দী বিনিময়ের মাধ্যমে তাঁকে মুক্তি দেওয়া হয়।

বিশ্লেষকেরা মনে করছেন, এই ঘটনাগুলো রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনকে স্পষ্ট করে তুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত