অনলাইন ডেস্ক
দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের উপকূলীয় এলাকায় নতুন আবিষ্কৃত একটি জীবাশ্ম এলাকাকে পৃথিবীর প্রাচীনতম জীবাশ্ম বন হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ওই জীবাশ্ম বনটি সমারসেটের একটি উঁচু বেলেপাথরের পাহাড়ে আবিষ্কৃত হয়েছে।
কেমব্রিজ এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, ওই বনে পাওয়া প্রাচীনতম জীবাশ্ম গাছগুলো এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া অন্য যে কোনো গাছের জীবাশ্মের চেয়ে পুরোনো। সেখানে ক্যালামোফাইটন নামে এক ধরনের প্রাচীন গাছের জীবাশ্ম পাওয়া গেছে, যেগুলো দেখতে অনেকটা পাম গাছের মতো ছিল।
আজকের দিনে পৃথিবীতে যেসব গাছ দেখা যায়, সেগুলোর আদিরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে নতুন আবিষ্কৃত জীবাশ্ম বনের গাছগুলোকে। গবেষকেরা জানিয়েছেন, প্রাগৈতিহাসিক ওই বনের সবচেয়ে বড় গাছগুলো সাধারণত ২ থেকে ৪ মিটার লম্বা হতো। তাঁরা উদ্ভিদের জীবাশ্ম এবং তাদের ধ্বংসাবশেষের পাশাপাশি শিকড়ের চিহ্নও শনাক্ত করেছেন। কোটি বছর আগে প্রথম দিকের গাছগুলো কেমন দৃশ্য তৈরি করত এবং উপকূলরেখাকে কীভাবে স্থিতিশীল রাখত তারও ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা।
এ বিষয়ে কার্ডিফের স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের গবেষক এ সহ-লেখক ক্রিস্টোফার বেরি বলেছেন, ‘আমি যখন প্রথম গাছের গুঁড়ির ছবি দেখেছিলাম, বিশ্বজুড়ে ৩০ বছর গবেষণার আলোকে তখনই বুঝে গিয়েছিলাম সেগুলো আসলে কী ছিল।’
বেরি বলেন, ‘এগুলোকে বাড়ির এত কাছে দেখে অবাক হয়েছিলাম।’
গবেষকেরা দাবি করেছেন, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সবচেয়ে পুরোনো যে জীবাশ্ম বনটি আবিষ্কৃত হয়েছিল সেই বনটির চেয়ে নতুন আবিষ্কৃত বনটি প্রায় ৪০ লাখ বছরের পুরোনো। বলা যায়, ডেভোনিয়ান যুগে শুরু হওয়া এই বনটি ৪১ থেকে ৩৫ কোটি বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল। মূলত সেই সময়টিতেই ভূমিতে জীবনের বড় সম্প্রসারণ ঘটে বলে জানিয়েছেন গবেষকেরা।
গবেষকেরা আরও জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এলাকাটি সেই আমলে একটি আধা-শুষ্ক সমভূমি ছিল এবং ইংল্যান্ডের সঙ্গে নয় বরং জার্মানি এবং বেলজিয়ামের কিছু অংশে এই বন বিস্তৃত ছিল। কারণ সেখানেও এই ধরনের গাছের জীবাশ্ম পাওয়া গেছে।
দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের উপকূলীয় এলাকায় নতুন আবিষ্কৃত একটি জীবাশ্ম এলাকাকে পৃথিবীর প্রাচীনতম জীবাশ্ম বন হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ওই জীবাশ্ম বনটি সমারসেটের একটি উঁচু বেলেপাথরের পাহাড়ে আবিষ্কৃত হয়েছে।
কেমব্রিজ এবং কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, ওই বনে পাওয়া প্রাচীনতম জীবাশ্ম গাছগুলো এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া অন্য যে কোনো গাছের জীবাশ্মের চেয়ে পুরোনো। সেখানে ক্যালামোফাইটন নামে এক ধরনের প্রাচীন গাছের জীবাশ্ম পাওয়া গেছে, যেগুলো দেখতে অনেকটা পাম গাছের মতো ছিল।
আজকের দিনে পৃথিবীতে যেসব গাছ দেখা যায়, সেগুলোর আদিরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে নতুন আবিষ্কৃত জীবাশ্ম বনের গাছগুলোকে। গবেষকেরা জানিয়েছেন, প্রাগৈতিহাসিক ওই বনের সবচেয়ে বড় গাছগুলো সাধারণত ২ থেকে ৪ মিটার লম্বা হতো। তাঁরা উদ্ভিদের জীবাশ্ম এবং তাদের ধ্বংসাবশেষের পাশাপাশি শিকড়ের চিহ্নও শনাক্ত করেছেন। কোটি বছর আগে প্রথম দিকের গাছগুলো কেমন দৃশ্য তৈরি করত এবং উপকূলরেখাকে কীভাবে স্থিতিশীল রাখত তারও ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা।
এ বিষয়ে কার্ডিফের স্কুল অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের গবেষক এ সহ-লেখক ক্রিস্টোফার বেরি বলেছেন, ‘আমি যখন প্রথম গাছের গুঁড়ির ছবি দেখেছিলাম, বিশ্বজুড়ে ৩০ বছর গবেষণার আলোকে তখনই বুঝে গিয়েছিলাম সেগুলো আসলে কী ছিল।’
বেরি বলেন, ‘এগুলোকে বাড়ির এত কাছে দেখে অবাক হয়েছিলাম।’
গবেষকেরা দাবি করেছেন, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সবচেয়ে পুরোনো যে জীবাশ্ম বনটি আবিষ্কৃত হয়েছিল সেই বনটির চেয়ে নতুন আবিষ্কৃত বনটি প্রায় ৪০ লাখ বছরের পুরোনো। বলা যায়, ডেভোনিয়ান যুগে শুরু হওয়া এই বনটি ৪১ থেকে ৩৫ কোটি বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল। মূলত সেই সময়টিতেই ভূমিতে জীবনের বড় সম্প্রসারণ ঘটে বলে জানিয়েছেন গবেষকেরা।
গবেষকেরা আরও জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এলাকাটি সেই আমলে একটি আধা-শুষ্ক সমভূমি ছিল এবং ইংল্যান্ডের সঙ্গে নয় বরং জার্মানি এবং বেলজিয়ামের কিছু অংশে এই বন বিস্তৃত ছিল। কারণ সেখানেও এই ধরনের গাছের জীবাশ্ম পাওয়া গেছে।
দিল্লি বিধানসভার ৭০টি বিধানসভা আসনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে এএপি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে।
৭ মিনিট আগেবাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯ শতাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঢেকে দিয়েছে ভারত। বাকি অংশে বেড়া দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই। গতকাল মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান তিনি। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
৩৯ মিনিট আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে চলমান মহা কুম্ভ মেলায় অংশ নিয়ে ‘সঙ্গম’ হিসেবে পরিচিত গঙ্গা-যমুনার সংযোগস্থলে ‘স্নান’ করেছেন। এই স্নানকে তিনি স্বর্গের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে...
১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে ‘অপরাধী’ বলে অভিহিত করেছেন এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি নিজেও সংস্থাটির সঙ্গে ব্যবসা করেছেন।
৩ ঘণ্টা আগে